By-elections: রিগিং আশঙ্কা নিয়েই আসানসোল বালিগঞ্জে উপনির্বাচন

রিগিং হবেই এমনই আশঙ্কা পশ্চিম বর্ধমান জেলার আসনসোল লোকসভা কেন্দ্রের সর্বত্র।  সশস্ত্র বাহিনী থাকলেও পুরনিগম ভোট সন্ত্রাসের টুকরো ছবি উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। একইভাবে…

bengal by-elections

রিগিং হবেই এমনই আশঙ্কা পশ্চিম বর্ধমান জেলার আসনসোল লোকসভা কেন্দ্রের সর্বত্র।  সশস্ত্র বাহিনী থাকলেও পুরনিগম ভোট সন্ত্রাসের টুকরো ছবি উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। একইভাবে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনেও (By-elections) বুথ দখলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভোটাররা। তবে নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন তৈরি। আর ভোটারদের আশঙ্কা, সবই অশ্বডিন্ব।

মঙ্গলবার আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহল নিশ্চিত,কোনও মিরাক্যাল না হলে দুটিতেই জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের। বিশ্লেষকদের নজরে থাকছে বিরোধী দল বিজেপি কি দ্বিতীয় হবে নাকি গত কয়েকটি ভোটে যেভাবে সিপিআইএম দ্রুত উঠে এসেছে সেই গতি বজায় রাখতে পারবে।

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ঐতিহাসিক সাফল্য পায় বিজেপি। এ রাজ্যে তারা প্রথমবার বিরোধী দলের মর্যাদা পায়। কিন্তু সরকার গঠনের বার্তা দিয়ে সরকার গড়তে না পারায় পরবর্তী সবকটি উপনির্বাচন ও পুরনিগম, পুরসভা ভোটে বিজেপির ভোটব্যাংকে ধস নেমেছে। তাৎপর্যপূর্ণ, বামফ্রন্ট ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

কলকাতা পুরনিগম ভোট থেকে বামফ্রন্টের উত্থান দেখা যায়। বিজেপি নেমে যায় তিন নম্বরে। এর প্রভাব পড়তে চলেছে কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে এখানে উপনির্বাচন। এই কেন্দ্র সংখ্যালঘু ভোটার অধ্যুষিত। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় বিজেপি তে থাকার সময় প্রবল সংখ্যালঘু বিরোধী মন্তব্য করে বিতর্কিত। তিনি এখন টিএমসি প্রার্থী হওয়ায় বালিগঞ্জের সংখ্যালঘু ভোটাররা বিরক্ত। এই কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী সায়রা শাহ হালিম। তিনি এনআরসি বিরোধী নেত্রী ফলে সংখ্যালঘু ভোটের বড় অংশ তিনি পাবেন বলে মনে করা হচ্ছে। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ প্রায় ব্রাত্য। তাঁকে নিয়ে তার দলেই তেমন উৎসাহ নেই।

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির অগ্নিমিত্রা পাল। সিপিআইএমের প্রার্থ মুখার্জি। এই লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ থাকাকালীন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সংখ্যালঘু মন্তব্য করার অভিযোগ রয়েছে। তিনি দলত্যাগ করায় ভোট হবে। আসানসোল পুরনিগম ভোটে টিএমসির জয় লোকসভা ভোটের কাছে বড় পাওনা। তবে বিজেপি ও সিপিআইএমের দাবি কমিশনের নিরাপত্তা ঠিকঠাক হলে টিএমসির পক্ষে জয় কঠিন হবে।