কেশপুর: বিজেপি কর্মী খুনের অভিযোগে বেশকিছু গ্রামবাসীকে তলব করল সিবিআই

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে (Keshpur) এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগে অভিযুক্ত ১২১ জন তৃণমূলের কর্মী-সমর্থকদের এক এক করে তলব করতে শুরু করল সিবিআই। সোমবার…

CBI has summoned several villagers on charges of murdering a BJP worker

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে (Keshpur) এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগে অভিযুক্ত ১২১ জন তৃণমূলের কর্মী-সমর্থকদের এক এক করে তলব করতে শুরু করল সিবিআই। সোমবার খড়্গপুরের রেলওয়ে ডিআরএম অফিস বিল্ডিং এর সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়।

সিবিআই সাতজনকে জিজ্ঞাসাবাদের পর শেখ সাদুর উদ্দিন বাইরে এসে জানালেন, ৮ তারিখে সিবিআই দপ্তরের লোক আমাদের গ্রামে গিয়ে নোটিশ দিয়ে ১১ তারিখ তলব করল। মার্ডার হয়েছিল সেই ব্যাপারে। আমরা নোটিশ পাওয়ার পর জানতে পেরেছি তার আগে আমাদের কাছে কোন খবর ছিল না। আজকে আমরা সাতজন এসেছিলাম। মার্ডার সম্বন্ধে জিজ্ঞাসা করল। আমরা সাধারন লোক কি জানবো ওসব সম্বন্ধে। এক দু জন ব্যবসায়ী আছি। বাদবাকি চাষী লোক। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।