Bay of Bengal: শনিতে সাগরে ষাঁড়াষাঁড়ি বান, উপকূল ভাঙার আতঙ্ক

বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার থেকেই সাগর উখাল…

বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার থেকেই সাগর উখাল পাথাল। শনিবার ষাঁড়াষাঁড়ির বান নিয়ে আতঙ্কে উপকূলের দুই জেলা (Costal Districts) পূর্ব মেদিনপুর ও দক্ষিণ ২৪ পরগনার সাগর তীরবর্তী এলাকাবাসী। সতর্কতা জারি হয়েছে। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী নিম্নচাপ প্রবেশ করবে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এর জেরে সমুদ্রের ভেতরে ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শুক্রবার সন্ধ্যায় প্রশাসনের তরফে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে৷ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর৷

এর নিম্নচাপের প্রভাব আগামী দিনে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় পড়তে চলেছে। কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার সাগর, কাকদ্বীপ, নামখানা, গোসাবা, রায়দিঘি সহ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা নোনা জলে ডুবছে। আবার এখনও বিপদ বাড়তে পারে৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

একটানা বৃষ্টিতে নামখানা ব্লকের প্রত্যন্ত এলাকা মৌসুনি দ্বীপের সল্টঘেরিতে সমুদ্রবাঁধের বিরাট জায়গা জুড়ে ধস নামে। সেখানেও নতুন করে বিপদে আশঙ্কা রয়েছে। ফের নোনা জল ঢুকতে পারে। সেই আশঙ্কা করেই রাতভর সজাগ রয়েছে আমজনতা।