গরু পাচারকাণ্ডে কেষ্টকে তলব সিবিআইয়ের

আবারও অস্বস্তিতে তৃণমূল শিবির। এবার গরু পাচারকাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম…

আবারও অস্বস্তিতে তৃণমূল শিবির। এবার গরু পাচারকাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 

জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তের স্বার্থে এবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রসঙ্গত, গরুপাচারকাণ্ডে ১৫ ফেব্রুয়ারি তৃণমূল সাংসদ দেবকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রের খবর, দেবকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই হয়তো উঠে এসেছে দেবের । যদিও ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। 

সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে একাধিক তথ্য হতে এসেছে তাদের। করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই উঠে আসে ঘাটালের নাম। কোন পথ দিয়ে গরু পাচার হতো সে ব্যাপারেও গোয়েন্দা সংস্থার কাছে কিছু খবর এসেছে বলে মনে করা হচ্ছে।