AIIMS Scam: এইমসে চাকরি হবে বলে BJP বিধায়ক টাকা নেয়, মুকুটমণির বিরুদ্ধে থানায় অভিযোগ

চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন বিজেপি বিধায়ক। এই অভিযোগে, সেই টাকা ফেরত না দিতেই এবার পুলিশের দ্বারস্থ এক ব্যক্তি। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি (BJP)…

চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন বিজেপি বিধায়ক। এই অভিযোগে, সেই টাকা ফেরত না দিতেই এবার পুলিশের দ্বারস্থ এক ব্যক্তি। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি (BJP) বিধায়ক মুকুটমণি অধিকারীর (Mukut Mani Adhikari) বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগে নদিয়া সরগরম। ফের কল্যাণী AIIMS নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম নদিয়া।

অভিযোগ, কল্যাণী এইমসের গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ১০ লক্ষ এবং ৮ লক্ষ টাকা করে নিয়েছেন বিজেপি বিধায়ক মুকুটমণি। কেন্দ্রীয় সংস্থার চাকরির জন্য দোকান বিক্রি করে টাকা দেন অভিযোগকারী অজিত ঘোষ। তাঁর অভিযোগ,টাকা নেওয়ার পর বিধায়ক কোনও যোগাযোগ রাখেনি।

এর আগে কল্যাণীর এইমসের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক বিজেপি বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে। সিআইডি সূত্রে খবর, কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির কথা উল্লেখ করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের মতো কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নামে সিআইডি।

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। পরে নীলাদ্রিশেখর দানা ও বঙ্কিম ঘোষের বাড়িতে অভিযান চালায় সিআইডি। জেরা করা হয় নীলাদ্রিশেখর দানা ও তার মেয়ে মৈত্রীকে।