Dawood Ibrahim Viral Audio Clip: দাউদ অসুস্থ? ফোন করে Louis Vuitton জুতোর আবদার করল!

মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ (১৯৯৩) চক্রী বলে ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) কি পাকিস্তানে হাসপাতালে চিকিতসাধীন? তার অসুস্থতা নিয়ে পাকিস্তান ও ভারত…

Dawood Ibrahim

মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ (১৯৯৩) চক্রী বলে ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) কি পাকিস্তানে হাসপাতালে চিকিতসাধীন? তার অসুস্থতা নিয়ে পাকিস্তান ও ভারত তোলপাড়। জানা যাচ্ছে, রবিবার রাতে দাউদ ইব্রাহিম অসুস্থ হয়। তাকে করাচির একটি হাসপাতালে রাখা হয়েছে। দাউদের কারণে ওই হাসপাতাল ঘিরে রেখেছে পাক সেনার বিশেষ কমান্ডো বাহিনী। দাউদকে বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা করা হয়। তবে এই প্রথম না, আগেও দাউদের অসুস্থতা ও মৃত্যুর সংবাদ এসেছে। আর সেই কারণেই দাউদের অসুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।

দাউদের অসুস্থতার সত্যতা-প্রশ্নের মাঝেই সামনে এলো দাউদ এবং তার এক সাগরেদের একটি আডিও ক্লিপ। ফাঁস হয়ে যাওয়া ক্লিপটি বিশেষ ভাবে অ্যাক্সেস করেছে ইন্ডিয়া টুডে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ান্টেড গ্যাংস্টার এবং তার সহযোগীর মধ্যে ফাঁস হয়ে যাওয়া ফোন কলের অডিও থেকে করাচিতে দাউদের ঐশ্বর্যপূর্ণ জীবনযাত্রার বিবরণ স্পষ্ট।

ইন্ডিয়া টুডে টিভি অ্যাক্সেস করা অডিও ক্লিপটিতে, দাউদ ইব্রাহিমকে তার সহযোগী ফারুকের (aide Farooq) সাথে কথা বলতে শোনা যাচ্ছে। ফারুককে জেড্ডা থেকে তার জন্য লুই ভিটনের (Louis Vuitton) জুতো আনতে বলছে ডন। অডিও ক্লিপে শোনা যাচ্ছে ফারুক বলছে, “আমি প্রতিটি নামাজে, প্রতিটি অনুষ্ঠানে আপনার জন্য প্রার্থনা করি।” এরপর ওই সহযোগী পাকিস্তানে দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথা বলে। ফারুক বলে, ‘ শুক্রবার জুম্মার নামাজ পড়ার পর আমি মক্কার উদ্দেশে রওনা হব, ওমরাহ পালন করব এবং তারপর পাকিস্তানে আপনাদের কাছে আসব।’

এরপর দাউদকে বলতে শোনা যাচ্ছে, “আপনি যদি আমাকে সেখান থেকে কিছু আনতে বলেন তবে আমাকে জানান।” এর জবাবে দাউদ ইব্রাহিম প্রশ্ন করে, “আপনি কি জেড্ডায় যাবেন? আপনার কি সেই দোকানের কথা মনে আছে যেখানে আমরা জুতো কিনতাম?” ফারুক উত্তর দেয়, “দোকানটা বন্ধ। কিন্তু আমি অন্য দোকান থেকে লুই ভিটনের জুতো নিয়ে আসব।” এরপর গ্যাংস্টার দাউদ তার জুতোর সাইজ সম্পর্কে তথ্য দিয়ে উত্তর দেয়, “ঠিক আছে, আমার সাইজ ৪২ বা ৯ নম্বর।” এরপর দাউদকে শোনা যায় ইউকে এবং ইইউ সাইজের পার্থক্য ব্যাখ্যা করতে।

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিষক্রিয়া এবং করাচির হাসপাতালে চিকিৎসা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইন্ডিয়া টুডে টিভি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের সঙ্গে কথা বলেছে। নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র সমস্ত ‘গুজবকে’ নস্যাৎ করেছে।

দাউদ ইব্রাহিমের অসুস্থতার খবরের সূত্রপাত একজন পাকিস্তানি ইউটিউবারের গভীর রাতের একটি ভিডিও। অযাচাইকৃত সোশ্যাল মিডিয়া রিপোর্টের উপর নির্ভর করে দাউদের বিষক্রিয়া এবং হাসপাতালে ভর্তির বিষয়ে অনুমান করেই এই তথ্য প্রকাশ করেন এই ইউটিউবার। এখানেই শেষ নয়। সেই YouTuber এই গুজবগুলিকে পাকিস্তানে আকস্মিক ইন্টারনেট বন্ধের সঙ্গেও যুক্ত করে। তবে পরে কিছু সূত্র এই দাবিগুলিকে প্রত্যাখ্যান করেছে।

* অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭ নিউজ পোর্টাল