Arvind Kejriwal: মমতার সঙ্গে দেখা করার পরেই কেজরি পেলেন ইডির ডাক

গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal) এমনই আশঙ্কা আগেই করেছে আম আদমি পার্টি। সেই আশঙ্কা বাড়ল। মদ দুর্নীতি তদন্তে ফের কেজরিকে জেরাল্ড করতে…

গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal) এমনই আশঙ্কা আগেই করেছে আম আদমি পার্টি। সেই আশঙ্কা বাড়ল। মদ দুর্নীতি তদন্তে ফের কেজরিকে জেরাল্ড করতে ডেকে পাঠাল ইডি। সোমবার তিনি দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন। এই সাক্ষাতের কিছু পরেই কেজরিকে সমন পাঠাল ইডি।

এএনআই জানিয়েছে, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে আবারও দিল্লি আবগারি নীতি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

অরবিন্দ কেজরিওয়ালকে গত 2 শে নভেম্বর ED জেরায় হাজিরা দিতে প্রথম ডাকা হয়েছিল। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল হাজিরা এড়িয়ে যান। তাঁর দলের অভিযোগ ছিল, ভুয়ো মামলা সাজিয়ে গ্রেফতারির ছক করা হয়েছে। হাজিরা এড়িয়ে কেজরিওয়াল মধ্যপ্রদেশে একটি নির্বাচনী রোডশো করতে গেছিলেন।

কেন্দ্রীয় তদন্ত সংস্থার তলবের জবাবে, অরবিন্দ কেজরিওয়াল সমনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ইডিকে নোটিশ প্রত্যাহারের দাবি জানান। কেজরিওয়ালও অভিযোগ করেছেন যে ইডি নোটিশটি আসন্ন নির্বাচনে প্রচার থেকে বিরত রাখতে “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” ছিল। এবার ফের তাকে জেরা করতে ডাকল ইডি।

লোকসভা নির্বাচনে অ-বিজেপি জোট INDIA গঠন করা হয়েছে। যদিও সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটে জোটের বড় শরিক কংগ্রেসের দখলে তেলেঙ্গানা গেলেও বাকি তিনটি রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান গেছে বিজেপির দখলে। আর মিজোরামে বিজেপি ও কংগ্রেস তেমন কিছু করতে পারেনি। জোটের ফল বিশ্লেষণ নিয়ে দিল্লিতে বৈঠকে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। চলতি সফরে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে।