Maoist Activities: আর জঙ্গলমহল নয়, এবার মাওবাদীরা ‘সক্রিয়’ বাংলাদেশ সীমান্তে

জঙ্গলমহল (Jangal Mahal) ছেড়ে বাংলাদেশের সীমান্ত (Bangladesh Border) এলাকা এখন এ রাজ্যে মাওবাদীদের সংগঠন বেড়েছে। সংগঠন বাড়িয়ে নিতে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভকে ব্যবহার করছে মাওবাদীরা (Maoist…

Maoist Organizations Expand Near Bangladesh Border in West Bengal Districts

জঙ্গলমহল (Jangal Mahal) ছেড়ে বাংলাদেশের সীমান্ত (Bangladesh Border) এলাকা এখন এ রাজ্যে মাওবাদীদের সংগঠন বেড়েছে। সংগঠন বাড়িয়ে নিতে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভকে ব্যবহার করছে মাওবাদীরা (Maoist Activities)।  গোয়েন্দা বিভাগের বিশ্লেষণে এমনই উঠে আসছে।

আরও পড়ুন: শি জিনপিং কখনই ১৬ জুন ভুলবেন না, লাদাখে পিএলএ কেঁপে উঠেছিল- জীবনীতে ‘বিস্ফোরক’ প্রাক্তন সেনাপ্রধান 

পশ্চিমবঙ্গে রক্তাক্ত মাওবাদী অধ্যায়টি ছিল এ রাজ্যের সাড়ে তিন দশকের টানা বাম জমানার শেষের দিকে। গোয়েন্দা বিশ্লেষণে উঠে আসে, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাওবাদী সন্ত্রাস রুখতে ব্যর্থ হয়েছিলেন। গোয়েন্দাদের বিশ্লেষণে উঠে এসেছে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তির্ণ অংশের পাশাপাশি পূর্ব মেদিনীপুরে মাওবাদী ও তাদের সহযোগী বিভিন্ন সংগঠনের সাথে তৃণমূলের নিবিড় সংযোগ ছিল। প্রথমে জনযুদ্ধ গোষ্ঠী ও পরে সেই গোষ্ঠী মাওবাদী নামে পরিচিত হয়। তৃ়নমূল সরকার তৈরি হবার পর মাওবাদী কার্যকলাপ জঙ্গলমহলে স্থিমিত হয়। এবার গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে জঙ্গলমহল ছেড়ে মাওবাদীদের গতিবিধি বেড়েছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া জেলাগুলিতে।

আরও পড়ুন: Parliament Security Breach: স্পেশাল সেলের রাডারে সপ্তম অভিযুক্ত সৌরভ চক্রবর্তী 

গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে বাংলাদেশের লাগোয়া এ রাজ্যের ৯টি জেলার মধ্যে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় মাওবাদী সংগঠন ছড়িয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদায় বিশেষত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ক্রমশ ঘাঁটি গেড়ে বসেছে সিপিআই মাওবাদী সংগঠন। জঙ্গলমহল ছেড়ে তারা আম্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার এই সকল গ্রামে তারা সংগঠন বিস্তার করছে।

আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় যুবকদের মধ্যে প্রভাব বিস্তার করছে মাওবাদী সংগঠন। মুর্শিদাবাদে বিপদজ্জনক ভাবে বাড়ছে মাওবাদী সংগঠনের প্রভাব বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:  Parliament Security: ‘পুলিশের প্রতিটি গতিবিধি সম্পর্কে আমি অবগত ছিলাম…’ জানাল মাস্টারমাইন্ড ললিত

টিভি-৯ সংবাদ মাধমের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রদীপ মন্ডল ওরফে ডাক্তার নামের এক মাওবাদী নেতাকে গ্রেফতার করা হয় এবং সম্প্রতিক গ্রেফতার করা হয় মন্টু মল্লিক ও প্রতীক ভৌমিক নামের দুজনকে। প্রতীক ভৌমিক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে জেরা করে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় করোনার সময় থেকে তারা সংগঠন ছড়িয়েছে। তারা জানায় মূলত পরিযায়ী শ্রমিক সহ সংখ্যালঘু যুবকদের মধ্যে তারা যেভাবে প্রভাব বিস্তার করেছে। এলাকাগুলিতে জঙ্গি সংগঠন সক্রিয়। সেই জায়গা গুলোতেই সিপিআই মাওবাদী সংগঠন তৈরি করছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের কপালে।