Juan Ferrando: মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী ফেরেন্দো, কী বলছেন তিনি?

ওডিশা ম্যাচের হতাশা ভুলে গত কয়েকদিন আগেই অ্যাওয়ে ম্যাচে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ফের জয়ের ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে…

juan ferrando

ওডিশা ম্যাচের হতাশা ভুলে গত কয়েকদিন আগেই অ্যাওয়ে ম্যাচে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ফের জয়ের ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে ফের খুশির আবহ দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তবে এবার যে বড়সড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে হুয়ান ফেরেন্দোর (Juan Ferrando) ছেলেদের।

আরও পড়ুন: Juan Ferrando: বাগান কোচের মাথা ব্যাথা বাড়াতে পারে এই চারটি কারণ  

আগামী ২০ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে তাদের খেলতে হবে শক্তিশালী মুম্বই সিটির বিপক্ষে। যা নিয়ে এখন যথেষ্ট চিন্তায় সকলে। চলতি মরশুমের ডুরান্ড কাপে শেষবারের মতো এই ফুটবল দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান দল। জয় ও এসেছিল তাদের। কিন্তু সময় এগোনোর সাথে সাথে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল। এবারের এএফসি চ্যাম্পিয়নস লীগ খেলেছে তারা। খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও দলের ছেলেদের লড়াইয়ে খুশি হয়েছিল সকলে।

আরও পড়ুন:  IND vs SA: শ্বাস কষ্টে ভুগছিলেন ভারতের পাঁচ উইকেটের নায়ক

তাই এবারের এই ম্যাচ যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তাদের কাছে তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলতে গেলে, ডুরান্ড কাপের বদলার লড়াই এবার স্টুয়ার্টদের। অন্যদিকে, বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ডুরান্ড কাপের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুম্বই দলকে পরাজিত করেছিল মোহনবাগান। তৈরি হয়েছিল নয়া রেকর্ড। তাই এবারের এই ম্যাচে ও সেই একই পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া মেরিনার্সরা। ইন্ডিয়ান সুপার লিগ অনুযায়ী দেখলে গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে দুর্বল ইস্টবেঙ্গলের বিপক্ষে ড্র করেছে মুম্বই। তাই পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকবে তাদের। সেজন্য নিজেদের সবটা উজাড় করে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে চাইবে লাচেনপারা।

আরও পড়ুন:  Hardik Pandya: পুরো ছক কষে মুম্বই গিয়েছেন হার্দিক! জানুন পুরো গল্প

তাছাড়া নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ হওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ ও থাকছে তাদের। সেজন্য সবদিক বিবেচনা করেই আজকে সাংবাদিক বৈঠকে যথেষ্ট সাবধানী থেকেছেন বাগানের হেডস্যার হুয়ান ফেরেন্দো। তিনি বলেন, মুম্বই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী ফুটবল দল। গতবারের অনবদ্য পারফরম্যান্সের দরুণ এবছর তারা এএফসি চ্যাম্পিয়নস লীগের মতো ফুটবল টুর্নামেন্ট খেলেছে। তবে শেষ ম্যাচে লাল-হলুদের বিপক্ষে ম্যাচ ড্র করলেও পরের ম্যাচ থেকেই জয় ফেরার চেষ্টা করবে।

আরও পড়ুন:  IND vs ENG সিরিজের সময় ম্যাচ ফিট হয়ে উঠবেন ঋষভ পন্থ!

তাই সবদিক মাথায় রেখেই আমাদের মাঠে নামতে হবে। সেই বৈঠকে মুম্বইয়ের দাপুটে ফুটবলার স্টুয়ার্টের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা শুধুমাত্র দলের একটি মাত্র ফুটবলার নয়। গোটা দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এগোতে চাই। এক্ষেত্রে তিন পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।