ভারতের তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করল ইংল্যান্ড

ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার চেতেশ্বর পুজারাকে (Cheteshwar Pujara) কাউন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কাউন্টি চ্যাম্পিয়নশিপে লিচেস্টারশায়ারের বিপক্ষে আচরণবিধি ভঙ্গের দায়ে তার দল সাসেক্সকে…

Cheteshwar Pujara

ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার চেতেশ্বর পুজারাকে (Cheteshwar Pujara) কাউন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কাউন্টি চ্যাম্পিয়নশিপে লিচেস্টারশায়ারের বিপক্ষে আচরণবিধি ভঙ্গের দায়ে তার দল সাসেক্সকে ১২ পয়েন্ট জরিমানা করা হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মরসুমে সাসেক্স এর পেনাল্টি সীমা চারে পৌঁছানোর পর পুজারাকে স্বয়ংক্রিয়ভাবে অধিনায়কের পদ থেকে সাসপেন্ড করা হয়। ফলে চলতি সপ্তাহে ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

সাসেক্স তাদের খারাপ আচরণের কারণে তিন খেলোয়াড় জ্যাক কারসন, টম হেইনস এবং অ্যারি কারভালাসকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাসেক্সের প্রধান কোচ পল ফারব্রেস বলেছেন, গত সপ্তাহে লিচেস্টারশায়ারের বিপক্ষে দলের ১৫ রানের জয় এই খেলোয়াড়দের আচরণের কারণে ম্লান হয়ে গিয়েছে এবং পরবর্তী ম্যাচ থেকে পুজারাকে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্লাব।

“এই খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। শৃঙ্খলাহীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরের ম্যাচে চেতেশ্বরের অনুপস্থিতিতে আমাদের এর ফল বহন করতে হবে এবং এতে আমাদের ১২ পয়েন্টও হারাতে হবে, ‘ ক্লাবের তরফে বলা হয়েছে।

চেতেশ্বর পূজারা লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন তিনি। ৩৫ বছর বয়সী পুজারা এখনও পর্যন্ত ভারতের হয়ে ১০৩ টেস্টে ৪৩.৬ গড়ে ৭১৯৫ রান করেছেন। টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে তার। তবে টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটে নিজের ছাপ রাখতে পারেননি পূজারা। ভারতের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন এবং সম্পূর্ণ ফ্লপ হয়েছেন।