Asian Games: ড্রাগনের দেশে লজ্জাজনক হার ভারতীয় ফুটবল দলের

আজ, মঙ্গলবার বিকেলে হ্যাংঝৌতে এশিয়ান গেমসের (Asian Games) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হয়েছিল চীনের বিপক্ষে। নির্ধারিত সময়ের…

Indian Football Team Suffers Humiliating Defeat Against China

আজ, মঙ্গলবার বিকেলে হ্যাংঝৌতে এশিয়ান গেমসের (Asian Games) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যেখানে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হয়েছিল চীনের বিপক্ষে। নির্ধারিত সময়ের শেষে ৫-১ গোলে সেই ম্যাচে পরাজিত হতে হয় ইগর স্টিমাচের ছেলেদের। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ব্লু টাইগার্সদের কাছে। প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে কার্যত খড়কুটোর মতো উড়ে যেতে হয় ভারতীয় দলকে।

আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক হয়ে উঠেছিল চীনের ফুটবলাররা। যারফলে, অনায়াসেই ১-০ গোলে এগিয়ে যায় ড্রাগনের দেশ। তবে পাল্টা লড়াই দিতে ছাড়েনি ভারতীয় ফুটবলাররা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাহুল কেপির করা গোলে ১-১ গোলে স্কোরলাইন নিয়ে আসে ভারত। তারপর গোলরক্ষকের অসাধারণ পেনাল্টি সেভের পর প্রথমার্ধের শেষে ফলাফল থাকে সেই এক এক গোল। তবে দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে চীনের ফুটবলাররা।

   

জবাবে তাদের বিপক্ষে কয়েকটি আক্রমণ ছাড়া তেমন কিছুই করতে পারেনি ইগর স্টিমাচের ছেলেরা। তাই সময় যত এগোতে থাকে ম্যাচে দাপট বাড়াতে থাকে চীন। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ওইজুনের গোলে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় চীন। তারপর একাধিকবার পাল্টা আক্রমণে ভারতীয় দল উঠলেও কাজে আসেনি কোনো কিছু। ম্যাচের ৭২ মিনিটের মাথায় ফের গোল খেয়ে বসে ভারত। গোলদাতা সেই ওইজুন।

ভারতীয় গোলরক্ষক বল নিরাপদে পাঠানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ থাকেন। যারফলে চলে আসে তৃতীয় গোল। এর ঠিক মিনিট তিনেক পরেই তাওয়ের করা গোলে ৪-১ গোলে এগিয়ে যায় দল। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের শেষে ৫-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। যা দেখে হতাশ ভারতের আপামর ফুটবলপ্রেমী মানুষ।