AFC Cup Triumph: বড় ব্যবধানে ওডিশাকে উড়িয়ে দিল মোহনবাগান

গত কয়েকদিন আগেই ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সেই জয়ের ধারা বজায় রইল এএফসি কাপে (AFC Cup)। আজ…

Mohun Bagan vs Odisha FC

গত কয়েকদিন আগেই ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সেই জয়ের ধারা বজায় রইল এএফসি কাপে (AFC Cup)। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে ম্যাচ জয় করে সবুজ-মেরুন শিবির।

দলের হয়ে জোড়া গোল অজি তারকা দিমিত্রি পেট্রতোসের। পাশাপাশি আজকের ম্যাচে একটি করে গোল করেন সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাহল। আজকের এই জয়ের ফলে এবারের এএফসি কাপের গ্রুপ স্টেজের লড়াইয়ে যথেষ্ট অক্সিজেন পেল কলকাতার এই প্রধান।

উল্লেখ্য, গত মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে যেমন আইএসএল জিতেছিল মোহনবাগান সুপারজায়ান্টস দল ঠিক তেমনভাবেই সুশীলদের হারিয়ে সুপার কাপ জয় করেছিল ওডিশা। তারপর নতুন মরশুমের জন্য আইএসএল জয়ী কোচ সার্জিও লোবেরাকে দলের দায়িত্ব দেয় ওডিশা। পরবর্তীতে তার কথা মেনেই আনা হয় সমস্ত ফুটবলারদের। নতুন করে সাজানো হয় গোটা স্কোয়াড।

যেখানে দেখা যায় রয়কৃষ্ণা থেকে শুরু করে একাধিক দাপুটে ফুটবলারদের। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা নতুন করে বলার কিছু ছিল না। তবে ম্যাচ শুরু হতেই বদলে যায় সমস্ত কিছু। সময়ের সাথে সাথে ম্যাচে আধিপত্য বাড়াতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধে গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধে প্রবল চাপ বাড়াতে থাকে মোহনবাগান।

যারফলে, ম্যাচের ঠিক ৪৬ মিনিটের মাথায় প্রথম গোল তুলে নেয় মেরিনার্সরা। গোলদাতা সাহাল আব্দুল সামাদ। তারপর ওডিশা দলের তরফ থেকে পাল্টা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হলেও কাজে আসেনি সেই প্রয়াস। ৬৮ মিনিটের মাথায় সুযোগ বুঝে প্রতিপক্ষের গোলরক্ষককে ধরাশায়ী করে দলের ব্যবধান বাড়ান দিমিত্রি পেট্রতোস। তারপর কিছুটা সময় ওডিশা দলের ফুটবলাররা মাঝমাঠ থেকে উঠে আসার চেষ্টা করলেও তাদের পা থেকে বল কেড়ে নিয়ে গোল করে আসেন লিস্টন কোলাসো। ফলাফল গিয়ে দাঁড়ায় ৩-০ গোল। শেষে ৮৩ মিনিটের মাথায় ওডিশার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দিমি।