East Bengal: তিন বছরের চুক্তিতে বাঙালি মিডফিল্ডারকে চূড়ান্ত করল লাল-হলুদ

চলতি মরশুমে কলকাতা লিগের শুরু থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দল।

Koustav Dutta

চলতি মরশুমে কলকাতা লিগের শুরু থেকেই চোট আঘাতের সমস্যায় ভুগেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দল। বেশকিছু মাস আগে শেষ হওয়া রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে খেলে আসা ফুটবলারদের সামনে রেখে এবারের কলকাতা লিগের জন্য দল সাজানোর পরিকল্পনা থাকলেও নানারকম চোট আঘাতের সমস্যা থাকার ফলে দল থেকে একটা সময় ছিটকে যেতে হয়েছিল বহু ফুটবলারদের।

যাদের মধ্যে অন্যতম জেসিন টিকে। পূর্বে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের গোটা মরশুম জুড়ে লাল-হলুদ জার্সিতে মাঠে দাপট দেখিয়ে আসলেও চিকেন পক্সের জন্য দল থেকে ছিটকে যেতে হয়েছিল এই তারকা ফুটবলারকে। এছাড়াও অনুশীলন চলাকালীন পায়ে গুরুতর চোট পাওয়ার দরুণ মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে যান আরেক তারকা ফুটবলার মহম্মদ রোশেল। এমন টালমাটাল পরিস্থিতিতে প্রথম একাদশ তৈরি করতে গিয়ে কার্যত হিমসিম খাওয়ার মতো অবস্থা ছিল লাল-হলুদের জুনিয়র দলের কোচ বিনো জর্জের।

   

এছাড়াও পরবর্তী সময় সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলের ও একাধিক ফুটবলারদের ছেড়ে দেওয়া হয় ক্লাবের তরফে। এই পরিস্থিতিতে বিশেষ ট্রায়ালের মাধ্যমে একাধিক ফুটবলারদের চূড়ান্ত করে ইস্টবেঙ্গল দল। যেখানে ভিন রাজ্যের একাধিক ফুটবলারদের পাশাপাশি রামকৃষ্ণ মিশন ফুটবল অ্যাকাডেমির একাধিক প্রতিভাবানকে দলে টেনে নেয় লাল-হলুদ শিবির। যাদের মধ্যে রয়েছেন অভিষেক কুঞ্জম থেকে শুরু করে রাজিবুল মিস্ত্রির মতো প্রতিভাবান তারকারা। এছাড়াও পরবর্তীতে ভানলালপেকা গুইতে থেকে শুরু করে গুরনাজ সিংয়ের মতো ফুটবলারদের ও দলে চূড়ান্ত করে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, এই নয়া ফুটবলারদের সামনে রেখেই এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগে লড়াই চালাচ্ছে কলকাতার এই প্রধান।

আগামী ৭ তারিখ নিজেদের ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গলের জুনিয়র দল। তার আগেই এবার কলকাতা ময়দানের এক দাপুটে ফুটবলারকে দলে টানল লাল-হলুদ ব্রিগেড। তিনি বছর একুশের কৌস্তভ দত্ত। চলতি প্রিমিয়ার ডিভিশন লিগে কালীঘাট দলের জার্সিতে একাধিক ম্যাচ খেলে গিয়েছেন এই প্রতিভাবান ফুটবলার।

এমনকি মোহনবাগান দলকে আটকে দেওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বাঙালি ফুটবলারের। আগামী তিনটি মরশুমের জন্য তাকে দলে টানল ইমামি ইস্টবেঙ্গল দল। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে পরবর্তীতে কার্লোস কুয়াদ্রাতের সিনিয়র দলেও প্রমোট করা হতে পারে তাকে।