Hardik Pandya: পুরো ছক কষে মুম্বই গিয়েছেন হার্দিক! জানুন পুরো গল্প

আইপিএল ২০২৪-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর দলের নতুন অধিনায়ক ঘোষণা করে ক্লাব। এই খবর প্রকাশ্যে আসতেই স্তব্ধ হয়ে…

Hardik Pandya

আইপিএল ২০২৪-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর দলের নতুন অধিনায়ক ঘোষণা করে ক্লাব। এই খবর প্রকাশ্যে আসতেই স্তব্ধ হয়ে যান ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মা নয়, এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু কীভাবে ?

আরও পড়ুন: IND vs ENG সিরিজের সময় ম্যাচ ফিট হয়ে উঠবেন ঋষভ পন্থ!  

হার্দিকের অধিনায়কত্ব নিয়ে রোহিত শর্মাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই এ বিষয়ে অবগত ছিলেন রোহিত শর্মা। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে জানিয়েছিল যে হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, রোহিতকে বিশ্বকাপ শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি রোডম্যাপ বুঝতে বলা হয়েছিল।

আরও পড়ুন: Manish Pandey: আইপিএল নিলামের ঠিক আগেই বিরাট শাস্তি পেলেন ভারতের হয়ে খেলা মণীশ 

রিপোর্টে আরও জানা গিয়েছে, ম্যানেজমেন্টের বেশ কয়েকটি বৈঠকে রোহিতকে অবিলম্বে অধিনায়কত্ব পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছিল। এরপর আসন্ন আইপিএল মরসুমে পান্ডিয়ার অধিনায়কত্বে খেলতে রাজি হন রোহিত। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার জন্য একটি শর্ত রেখেছিলেন। প্রতিবেদনে বলা হয়, ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক করার শর্তে গুজরাট থেকে মুম্বই আসতে রাজি হন পান্ডিয়া।

আরও পড়ুন: Rohit Sharma: এবার জাতীয় দলের অধিনায়ক পদ থেকেও সরিয়ে দেওয়া হবে রোহিতকে! 

হার্দিক পান্ডিয়া ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বিজয়ী দলের অংশ ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে হার্দিক ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ৯২ ম্যাচে ২৭.৩৩ গড়ে এবং ১৫৩-এর বেশি স্ট্রাইক রেটে ১৪৭৬ রান করেছেন। এর মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। তার সেরা স্কোর ছিল ৯১ রান। বোলিংয়ের সময় তিনি মুম্বইয়ের হয়ে ৪২ টি উইকেটও নিতে সক্ষম হন। ২০২২ সালের আইপিএলে নতুন দল গুজরাট টাইটানসের অধিনায়ক হন। এ সিজনে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি।