Kolkata Derby: ডুরান্ডের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫ গোল দেওয়ার চ্যালেঞ্জ টুটু বসুর

আচমকা অনিশ্চয়তা তৈরী হয়েছে এটিকে মোহনবাগানের ডার্বি খেলাকে (Kolkata Derby) কেন্দ্র করে।নির্ধারিত দিন অর্থাৎ ১৬ ই আগষ্ট খেলা হওয়ার সম্ভাবনা নেই। হয়তো ২৮ শে আগষ্ট…

Tutu Basu challenges East Bengal to score 5 goals in Durand's Kolkata Derby

আচমকা অনিশ্চয়তা তৈরী হয়েছে এটিকে মোহনবাগানের ডার্বি খেলাকে (Kolkata Derby) কেন্দ্র করে।নির্ধারিত দিন অর্থাৎ ১৬ ই আগষ্ট খেলা হওয়ার সম্ভাবনা নেই। হয়তো ২৮ শে আগষ্ট হতে পারে।আবার নাও হতে পারে।

এরমাঝে ২৯ শে জুলাই’মোহনবাগান দিবস’এর দিন হুঙ্কার দিলেন মোহনবাগান প্রেসিডেন্ট স্বপনসাধন বসু,যার ময়দানি পরিচয় টুটু বসু নামে।চিরশত্রু ক্লাব’কে ডার্বিতে ৫ গোল দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

এদিন সন্মাননা প্রদান অনুষ্ঠানে যখন টুটু বসুকে মঞ্চে আসার জন‍্য ডাকা হয় তখন তিনি বলেন ইস্টবেঙ্গল’কে যদি পাঁচ গোল দেওয়া যায় তবেই তিনি মঞ্চে উঠবেন,নাহলে নয়।এরপর উল্লাস ছিলো চোখে পড়ার মতো।

১৯৭৫ সালে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে ৫ গোল হজম করে মোহনবাগান।২০০৯ সালে ইস্টবেঙ্গল ৫ গোল হজম করলেও, ৩ টে দিয়েছিল।অর্থাৎ ফারাক একটা রয়ে গেছেই।

আগামী ১৬ ই আগষ্ট ডার্বি দিয়ে ডুরান্ড শুরু হওয়ার কথা থাকলেও, এখন তা পিছোতে পারে বলেই জানা গেছে।লাল হলুদের এখনও চুক্তি মেটেনি,ফুটবলার’দের সই করানো বাকি।এই জন্য ইমামির তরফে ডার্বি পিছানোর অনুরোধ করা হয়েছে।