CFL : ৩ তারিখে অনুশীলনে নামতে পারে East Bengal, ২ তারিখে শুরু টুর্নামেন্ট

ক্লাব ঘুরে দেখেছেন বিনো জর্জ। কথা হয়েছে কর্তা-খেলোয়াড়দের সঙ্গে। এবার অনুশীলনে নামার পালা। কবে থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল (East Bengal)? শনিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবে…

East Bengal may start practice first week of august

ক্লাব ঘুরে দেখেছেন বিনো জর্জ। কথা হয়েছে কর্তা-খেলোয়াড়দের সঙ্গে। এবার অনুশীলনে নামার পালা। কবে থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল (East Bengal)? শনিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবে চলে এসেছিলেন বিনো জর্জ। আসন্ন কলকারা ফুটবল লিগ, ডুরান্ড কাপে তিনি লাল-হলুদ ব্রিগেডের কোচের ভূমিকা পালন করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা নিশ্চিত করেছেন। স্থানীয় ফুটবলারদের সঙ্গে এদিন কথা বলেছেন কেরালা সন্তোষ ট্রফি জয়ী কোচ।

আরও পড়ুন:Ritwik Das: বাঙালি মিডফিল্ডার ইস্টবেঙ্গল জার্সিতে

বিকেলের পর ময়দানের খবর, আগামী ৩ আগস্ট থেকে অনুশীলনে নামতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। তার আগের দিন, অর্থাৎ ২ আগস্ট ইস্টবেঙ্গল ও ইমামির সরকারীভাবে একসঙ্গে পথ চলা শুরু হতে চলেছে। কলকাতার নামী হোটেলে বড় ঘোষণা করতে চলেছেন দুই তরফের কর্তারা।

আরও পড়ুন: East Bengal Club : এক তারকা ফুটবলারকে ধরে রাখছে ইস্টবেঙ্গল

স্থানীয় ফুটবলার ছাড়াও ইতিমধ্যে অভিজ্ঞ কয়েকজনের সঙ্গে কথাবার্তা এগিয়েছে ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে, এমন একাধিক খেলোয়াড় নিশ্চিত করতে চলেছে লাল হলুদ শিবির। বিদেশিদের মধ্যে রয়েছেন ইভান গঞ্জালেজ। এছাড়া আরিদাই ক্যারবেরার নাম শোনা যাচ্ছে।

আরও পড়ুন: East Bengal Club : দ্রুত সিদ্ধান্ত না নিলে ইস্টবেঙ্গলেও হয়ত জায়গা পাবেন না সন্দেশ

জল্পনা সত্যি হলে আগামী ৩ আগস্ট থেকে ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। সেটা যদি সত্যি হয়, তাহলে তার আগেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা ফুটবল লিগ। আইএফএ-এর বৈঠকে ঠিক হয়েছিল যে ২ আগস্ট থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের প্রাথমিক পর্বের খেলা। অর্থাৎ, লিগ শুরু হওয়ার একদিন পরে অনুশীলনে নামতে পারে ইস্টবেঙ্গল।