IPL 2024: ফুটবল আড্ডায় ঢুকে পড়ছে আইপিএল

কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা। বারো মাস চলে ফুটবল সংক্রান্ত আলোচনা। কিন্তু তিলোত্তমা কি শুধুই ফুটবলের শহর? না, শুধু ফুটবলের শহর নয়। ক্রিকেটেরও। ইন্ডিয়ান…

Kolkata IPL 2024

কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা। বারো মাস চলে ফুটবল সংক্রান্ত আলোচনা। কিন্তু তিলোত্তমা কি শুধুই ফুটবলের শহর? না, শুধু ফুটবলের শহর নয়। ক্রিকেটেরও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) শুরু হওয়ার পর ফুটবল সংক্রান্ত আলোচনায় ঢুকে পড়েছে ক্রিকেট।

শুধু ইন্ডিয়ান সুপার লিগ যত দিন চলেছিল ক্লাব ক্রিকেট সংক্রান্ত আলোচনার মাত্রা ছিল অনেকটা কম। আইপিএল শুরু হওয়ার পর স্বাভাবিক নিয়ম ক্লাব ক্রিকেট নিয়ে কথাবার্তা আগের থেকে বেড়েছে। ভারতীয় ফুটবল দল এখন আন্তর্জাতিক ম্যাচ নিয়ে ব্যস্ত, তাই আইএসএল বন্ধ রয়েছে সাময়িক। এরই মধ্যে শুরু হয়েছে আইপিএল।

পাড়ার মোড়ে আইপিএল নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। শুধু মাত্র কলকাতা নাইট রাইডার্স নয়, আইপিএলের অন্যান্য দলগুলোকেও নিয়েও আলোচনা শুরু হয়েছে। ফুটবল প্রেমীদের মধ্যে ইতিউতি প্রশ্ন উঠছে, ‘ কিরে আইপিএলে কাকে সাপোর্ট করছিস?’

‘এই বলে কেউ আউট হয়!’, ‘একটু দেখে খেলতে পারল না?’ ইত্যাদি প্রশ্ন শোনা যাচ্ছে পাড়ার মোড়ে, চায়ের দোকানে। ফুটবল আড্ডায় ঢুকে পড়েছে আইপিএল। মার্চের ৩০ তারিখ থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ। তত দিনে জাঁকিয়ে বসবে আইপিএল। লোকসভা ভোট নিয়েও তাপ বাড়বে ক্রমে। সব মিলিয়ে আগামী কয়েক দিনে ফুটবল সংক্রান্ত আড্ডায় একটু ভাটা পড়লেও হয়তো অনেকে অবাক হবেন না।