Chennaiyin FC: জামশেদপুরের এই ফুটবলারের দিকে নজর চেন্নাইয়িনের

আইএসএলের প্লে-অফে আগেই নিশ্চিত হয়ে গিয়েছে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টসের মতো দল। এখন ষষ্ঠ স্থান নিয়ে শুরু হয়ে গিয়েছে লড়াই। ইমাম ইস্টবেঙ্গল…

germanpreet singh

আইএসএলের প্লে-অফে আগেই নিশ্চিত হয়ে গিয়েছে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টসের মতো দল। এখন ষষ্ঠ স্থান নিয়ে শুরু হয়ে গিয়েছে লড়াই। ইমাম ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) এমনকি টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির মতো ক্লাব রয়েছে এই এই স্থানে নিজেদের নিশ্চিত করতে।

শেষ পর্যন্ত আদৌ কারা সুযোগ করে নিতে পারে এখন সেটাই দেখার। তবে নতুন ফুটবল সিজেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকে। ঘর গোছানোর জন্য নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ক্লাবগুলির।

গত কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে নিজেদের বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। আসলে এই মরশুমে দলের জার্সিতে যথেষ্ট সক্রিয় রয়েছেন এই বিদেশী সেন্টার ব্যাক। দলের পারফরম্যান্স খুব একটা সুবিধাজনক না থাকলেও এই ফুটবলারের সঙ্গে হয়তো চুক্তি বাড়ানোর কথাই ভাবতে পারে দক্ষিণের এই ফুটবল দল।

সেক্ষেত্রে আগামী মরশুমে এমন দাপুটে ফুটবলারকে সামনে রেখেই ঘর গোছাতে পারেন ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। তবে সেখানেই শেষ নয়। নতুন মরশুমের জন্য খেলোয়াড় খোঁজার কাজ ও শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

এবার নাকি তাদের নজর গিয়েছে জামশেদপুর এফসির ফুটবলার জরমনপ্রীত সিংয়ের দিকে। যতদূর খবর, এই তরুণ মিডফিল্ডারকে দলে নিয়েই নতুন মরশুম শুরু করতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে শুধু চেন্নাইয়িন নয়, আইএসএলের আরো একাধিক ফুটবল ক্লাবের নজর রয়েছে এই ফুটবলারের দিকে।