IPL 2024: অভিষেক পোড়েলের ঝোড়ো ইনিংসও ঠেকাতে পারল না পাঞ্জাব কিংসকে

গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় মাঠে ফিরলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালের অধিনায়ক হিসেবে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (IPL 2024) খেললেন প্রথম ম্যাচ। টুর্নামেন্টের…

Abishek Porel

গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় মাঠে ফিরলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালের অধিনায়ক হিসেবে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (IPL 2024) খেললেন প্রথম ম্যাচ। টুর্নামেন্টের শুরুটা সুখের হল না।

শনিবার চলতি সংস্করণের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটাল ও পাঞ্জাব কিংস। পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির ব্যাটিং খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। দেড়শো রানের গণ্ডি অতিক্রম করার আগেই সাত উইকেট হারিয়েছিল ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ দ্রুত গতিতে শুরু করলেও মোমেন্টাম ধরে রাখতে পারেনি দল। ভুল শট খেলে হারিয়েছেন উইকেট।

দিল্লির নামীদামী ক্রিকেটারদের মধ্যে বরং উজ্জ্বল বাংলার এক ক্রিকেটার। তিনি অভিষেক পোড়েল। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে দশ বলের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাতেই দিল্লি স্কোর পৌঁছায় ১৭৪ রানে। অভিষেক ১০ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

দিল্লি দেওয়া টার্গেট তাড়া করার জন্য পাঞ্জাব দুই ব্যাটার ছিলেন যথেষ্ট। আইপিএল নিলামে এক সময় সাড়া ফেলে দেওয়া স্যাম কারান করলেন ৪৭ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস। তাঁকে সঙ্গ দিয়ে দলকে পাঞ্জাব কিংসকে জয় উপহার লিয়াম লিভিংস্টোন। তিনি অপরাজিত ৩৮ রান করেছেন ২১ বলে। ৪ বল ও ৪ উইকেট হাতে থাকতে দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।