Ritwik Das: বাঙালি মিডফিল্ডার ইস্টবেঙ্গল জার্সিতে

আর একদিন বাদে পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবস(East Bengal )। শোনা যাচ্ছে নতুন ইনভেস্টরের সাথে চুক্তিপত্রে সই সেই দিন অথবা ২ আগস্ট সম্ভবত হবে । সরকারিভাবে…

Ritwik Das East Bengal

আর একদিন বাদে পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবস(East Bengal )। শোনা যাচ্ছে নতুন ইনভেস্টরের সাথে চুক্তিপত্রে সই সেই দিন অথবা ২ আগস্ট সম্ভবত হবে । সরকারিভাবে ঘোষণার আগে নিজেদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট । একের পর এক নাম যুক্ত হতে থাকছে । তারই মধ্যে আরেক বাঙালি ফুটবলারের নাম উঠে আসলো ।

এই বাঙালি ফুটবলারের নাম ঋত্বিক দাস । গত বছর জামশেদপুর এফসির জার্সিতে মাঝমাঠে দাপিয়ে ফুটবল খেলে চমকে দিয়েছিলেন এই বাঙালি ফুটবলার । ২০২১-২২ মরশুমে ঋত্বিক মাঝমাঠের বাম প্রান্ত থেকে জামশেদপুরের দায়িত্ব পালন করেছিলেন। এই মিডফিল্ডার ১৯ টি ম্যাচে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন । ২৫ বছর বয়সি এই তরুণ ভারতীয় ফুটবলার তার ফুটবল দিয়ে সব ফুটবলপ্রেমীদের প্রভাবিত করে । এবার তাকেই নিতে খুবই আগ্রহী লাল হলুদ শিবির।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তারা ইতিমধ্যেই মাঝমাঠের শক্তি বাড়াতে হায়দ্রাবাদ এফসি থেকে সৌভিক চক্রবর্তীকে নিয়ে নিয়েছেন। কিন্তু সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি । এক্ষেত্রে জামশেদপুর থেকে ঋত্বিক কে নিতে গেলেও জামশেদপুরের সম্মতি অথবা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে । এই ট্রান্সফার কি দিতেও নতুন ইনভেস্টার ইমামির অসুবিধা নেই বলে জানা গেছে । তারা এই বছর ভালো দল গঠন করতে চাইছে । তাই জন্য অভিজ্ঞ এবং তরুণ ভাল মানের ফুটবলারদের দলে যুক্ত করার আগ্রহী তারা ।

ঋত্বিক এবং তার এজেন্টের সাথে কথাবার্তা প্রায় পাকা । ঋত্বিক দাস ও ইস্টবেঙ্গল জার্সিতে তার ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চান । খবর সূত্র , তার ছোটবেলার ইচ্ছা লাল হলুদ জার্সিতে একটি ডার্বি ম্যাচ খেলার। সেই স্বপ্ন পূরণ ও আসন্ন ডুরান্ড কাপে হতে পারে । যদি সব কিছু ঠিকঠাক থাকে । সমর্থকরা স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গলের দল গঠনের সিদ্ধান্ত দেখে । এবার ঋত্বিকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে কিনা সেটা সময় বলবে ।