SSC Scam: অতি উৎসাহী তৃণমূল কর্মীদের সংযমের বার্তা দিলেন পার্থ

স্কুল সার্ভিস কপমিশনের দুর্নীতি নিয়ে মহা বিপদে পার্থ চট্টোপাধ্যায়। বুধবারের পর ফের আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। তার ওপর আদালতের তরফে রক্ষা কবচ না…

SSC Scam: অতি উৎসাহী তৃণমূল কর্মীদের সংযমের বার্তা দিলেন পার্থ

স্কুল সার্ভিস কপমিশনের দুর্নীতি নিয়ে মহা বিপদে পার্থ চট্টোপাধ্যায়। বুধবারের পর ফের আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। তার ওপর আদালতের তরফে রক্ষা কবচ না মেলায় শিরে সংক্রান্তি। যা নিয়ে প্রতিবাদের ঝড় তুলছেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। এবার সংযত হওয়ার জন্য ফেসবুক পোস্টে অনুরোধ করলেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি লেখেন, “অতি উৎসাহী হয়ে কেউ কেউ ফেসবুকে হোক প্রতিবাদ নাম করে পোস্ট করছেন অবিলম্বে এই ধরনের পোস্টগুলো সরিয়ে ফেলুন। মা মাটি মানুষ সরকারের উন্নয়নের 11 বছর এর সমর্থনে মিছিল কিন্তু অন্য কোন বিষয় যেন না আসে আমি সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের কাছে সেই আবেদন জানালাম”৷

   

কিন্তু কেন এই আবেদন, গতকাল বেহালা চত্বরে পার্থ চট্টপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট মিছিল করে সিপিআইএম। লাগাতার আন্দোলনে সরব হয়েছে কংগ্রেস ও বিজেপি৷ এর পরেই অবস্থায় হোক প্রতিবাদ গড়ে তুলতে চেয়েছে তৃণমূল৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন।

রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের এধরনের কর্মকান্ডে জনসমক্ষে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে৷ আবার পরিস্থিতি বেগতিক হতে পারে। তাই দলের কর্মীদের বিশেষ বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী।