BJP: পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত নয় বঙ্গ বিজেপি

এক বছর পর রাজ্যে রয়েছে পঞ্চায়েত ভোট। কিন্তু বিজেপি বলছে তারা তৈরি নয়। সম্প্রতি, জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই…

Dilip ghosh facing political threat in bjp's inner party conflict

এক বছর পর রাজ্যে রয়েছে পঞ্চায়েত ভোট। কিন্তু বিজেপি বলছে তারা তৈরি নয়। সম্প্রতি, জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানিয়েছেন, মানুষের কাজ ফেলে রাখা যাবে না। পঞ্চায়েত ভোটের আগেই শেষ করতে হবে সব কাজ। যেকোনও দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। কিন্তু বিরোধী দল বিজেপি বলছে তারা তৈরী নয়।

প্রসঙ্গত, একুশের নির্বাচনের পর আচমকা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। এই পদে বসানো হয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে আর তারপর থেকেই দলের অন্দরে বিদ্রোহ যেন তীব্রতর হয়ে ওঠে। ভেঙে যাচ্ছে সংগঠন।

জেলায় জেলায় বিজেপির এখনও পর্যন্ত বুথ কমিটি, সব মণ্ডল কমিটি–সহ নানা কমিটি গঠন করা সম্ভব হয়নি। বরং কমিটি গঠন নিয়ে দলের অন্দরে চুলোচুলি অবস্থা।

গত সবকটি উপনির্বাচন ও পুরভোটে বিজেপি নেমেছে তিন নম্বরে (আসানসোল লোকসভা বাদে)। সিপিআইএম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। রাজ্যে বিজেপির অবস্থা খারাপ স্বীকার করেছেন দলটির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার থেকে জয়পুরে শুরু হচ্ছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখান থেকেই বঙ্গের সংগঠনের এই রিপোর্ট দেবেন সুকান্ত মজুমদার।

তবে বঙ্গ বিজেপির মধ্যে শুরু দল ছাড়ার হিড়িক। আবার অনেকে হচ্ছেন বেসুরো। এই অবস্থায় জেলায় জেলায় সংগঠন মুখ থুবড়ে পড়েছে। নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন বহু নেতা। প্রবীন বিজেপি নেতা তথাগত রায় আগেই বলেছেন, দলটা রাজ্যে বিলীন হয়ে যাবে।