TMC: খেলা ঘোরার আগেই বিরাট কর্মসূচিতে তৃণমূল

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে কারাগারে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরু পাচার মামলায় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন জেলবন্দী। কেষ্টর হয়ে দলনেত্রী প্রকাশ্য…

TMC

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে কারাগারে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, গরু পাচার মামলায় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন জেলবন্দী। কেষ্টর হয়ে দলনেত্রী প্রকাশ্য মঞ্চ থেকে ব্যাটিং করলেও পার্থ নিয়ে সেভাবে মুখ খুলতে চায়নি তৃণমূল (TMC)। বরং ‘অভাবনীয়’ দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন দলের নেতারাই। এখন রাজ্যজুড়ে বিরাট কর্মসূচি করে ড্যামেজ কন্ট্রোল দেওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল৷

সূত্রের খবর, আগামী ১১ তারিখ থেকে জেলায় জেলায় কর্মসূচি রয়েছে তৃণমূলের৷ তৃণমূলের নীচুস্তরের নেতাদের কথায়, একাধিক দুর্নীতির কারণে দলের হয়ে প্রচারে সমস্যা দেখা দিয়েছে৷ মানুষের কাছে জনসংযোগে যাওয়া এখন বেশ কঠিন ব্যাপার৷ তাই দলের শীর্ষ নেতারাই হাল ধরতে মাঠে নামছেন। তাই রাজ্যজুড়ে এই কর্মসূচি।

সূত্রের খবর, পুজো মিটলেই ফের জেলায় জেলায় কর্মসূচিতে নামবে বিরোধীরা। এতে পঞ্চায়েত ভোটে বিরাট অসুবিধায় পড়তে হবে দলকে৷ তাই পঞ্চায়েত ভোটের আগেই যেভাবে ড্যামেজ কন্ট্রোল করতে চায় তারা৷ সরকারের আমলে দুর্নীতি হয়েছে। এই পক্ষে সায় দিয়েই শুরু করতে চায় কর্মসূচি। আবার অন্যান্য দুর্নীতির কথা তুলে ধরে প্রচারে জোর দিতে চায় ঘাসফুল শিবির।

তৃণমূল নেতাদের কথায়, একাধিক দুর্নীতিতে নাম থাকলেও নীচুতলার কর্মীদের কারণে এখনও সংগঠন আলগা হয়নি৷ গ্রাম স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকেই প্রচারের হাতিয়ার করতে চায় তারা। এতে কর্মীদের মনোবল চাঙ্গা হবে। একইসঙ্গে জনসংযোগ কর্মসূচি শুরু হবে৷ তবে প্রশ্ন, আগামী দিনে তৃণমূলের প্রচারের হাতিয়ার কি হবে? কোন ইস্যুতে আগামী দিনে তারা প্রচারে নামবে? সেখানে ইডি ও সিবিআইয়ের মতো ইস্যু সামনে থাকবে কি না? সবটাই দেখতে চায় রাজনৈতিক মহল।