Queen Elizabeth II: সংকটজনক ‘কোহিনুর’ রানি এলিজাবেথ, ব্রিটিশ রাজপরিবারে নীরবতা

অত্যন্ত সংকটজনক ব্রিটেনের (UK) রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II), তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বেগে। বিবিসির খবর বাকিংহাম প্যালেসে (Buckingham Palace)জড়ো হতে শুরু করেছেন।…

অত্যন্ত সংকটজনক ব্রিটেনের (UK) রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II), তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বেগে। বিবিসির খবর বাকিংহাম প্যালেসে (Buckingham Palace)জড়ো হতে শুরু করেছেন। রাজমহল জুড়ে ছড়িয়েছে নীরবতা।

বিবিসির খবর, রানি দ্বিতীয় এলিজাবেথ আছেন স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে। সেখানেই সদ্য প্রধানমন্ত্রী হওয়া লিজ ট্রাসের সঙ্গে দেখা করেন তিনি। নবতিপর রানির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর যে ছবি প্রকাশ করা হয়েছিল তাতে রানিকে অত্যন্ত দূর্বল দেখা গিয়েছে। আর বৃহস্পতিবার তিনি ফের অসুস্থতা বোধ করেন।

গত বছর থেকেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। ৯৬ বছরের ব্রিটিশ রানি বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম রানির পাশে থাকার জন্য ব গিয়েছেন। সমস্ত নিকটাত্মীয়দের উপস্থিত হতে বলা হয়েছে।

বাকিংহ্যাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার পর রানির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, বাকিংহ্যাম প্যালেসের খবর নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সকলেই রানির দ্রুত আরোগ্য কামনা করছি।