Inter Kashi: স্পেনের তরুণ তারকাকে এবার দলে টানছে ইন্টারকাশি

এই আইলিগ সিজনে উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো কোনো দল হিসেবে লড়াই করছে বারাণসীর ইন্টারকাশি (Inter Kashi) ফুটবল দল। দেশের ফুটবলপ্রেমী মানুষের পাশাপাশি বিদেশের মাটিতে অবস্থিত…

Fran Gómez

এই আইলিগ সিজনে উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো কোনো দল হিসেবে লড়াই করছে বারাণসীর ইন্টারকাশি (Inter Kashi) ফুটবল দল। দেশের ফুটবলপ্রেমী মানুষের পাশাপাশি বিদেশের মাটিতে অবস্থিত তিনটি ফুটবল ক্লাবের ব্যাপক সক্রিয়তার মাধ্যমে গড়ে উঠেছে এই নয়া ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব। আসলে চলতি আইলিগে নিজেদের শক্তিশালী দল মাঠে নামিয়ে সবার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের। সেজন্য গত নভেম্বরের শেষের দিকেই বিড পেপার জমা করার পর থেকে ক্লাবের লোগো ও জার্সি প্রকাশের দিকে বাড়তি নজর দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ ও করা হয় সেগুলি।

 আরও পড়ুন: Super Cup: নতুন বছরে ফের ডার্বি, কারা এবার কোন গ্রুপে? 

তবে সেখানেই শেষ নয়। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ও চমক ছিল শুরু থেকেই। ইন্ডিয়ান সুপার লিগের একের পর এক দাপুটে ফুটবলারদের পাশাপাশি নতুন মুখকে ও সুযোগ দেওয়া হয়েছে প্রবলভাবে। যেখানে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলার সুমিত পাসি থেকে শুরু করে অরিন্দম ভট্টাচার্যের মতো ফুটবলার সহ দাপুটে ব্রিটিশ তারকা পিটার হার্টলিকে ও আনা হয় এই ক্লাবে।

 আরও পড়ুন: Juan Ferrando: মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী ফেরেন্দো, কী বলছেন তিনি? 

তাদের হাত ধরেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী গোকুলাম কেরালা এফসির বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করেছিল বারাণসীর এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক। সান্তামারিনার তত্ত্বাবধানে এবার ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য নিয়ে মরশুম শুরু করেছিল এই ফুটবল দল। তবে পারফরম্যান্সের ভিত্তিতে বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে এই ফুটবল দল। তাই নয়া ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ভালো ফুটবলার নিতে চাইছে ইন্টারকাশি।

Advertisements

 আরও পড়ুন: Hardik Pandya: পুরো ছক কষে মুম্বই গিয়েছেন হার্দিক! জানুন পুরো গল্প  

এক্ষেত্রে তাদের নজর রয়েছে তরুণ স্প্যানিশ তারকা ফ্রান গোমেজের দিকে। বর্তমানে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন জুনিয়র ফুটবল দলে। সেখান থেকেই এবার লোনের মাধ্যমে তাকে দলে টানতে চাইছে বারাণসীর এই ফুটবল দল। যতদূর খবর, অনেক দূর কথাবার্তা ও এগিয়ে গিয়েছে দুই পক্ষের। এখন শুধু ঘোষণা করার অপেক্ষা।