Super Cup: নতুন বছরে ফের ডার্বি, কারা এবার কোন গ্রুপে?

নতুন বছরে ওডিশার বুকে আয়োজিত সুপার কাপের (Super Cup) গ্রুপ পর্বে এবার মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ ও সবুজ-মেরুন ব্রিগেড (East Bengal to Face Mohun Bagan)।…

East Bengal to Face Mohun Bagan

নতুন বছরে ওডিশার বুকে আয়োজিত সুপার কাপের (Super Cup) গ্রুপ পর্বে এবার মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ ও সবুজ-মেরুন ব্রিগেড (East Bengal to Face Mohun Bagan)। বলতে গেলে আরেকবার কোনো ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বে দেখা যাবে কলকাতা ময়দানের দুই প্রধানকে। সেই নিয়ে এখন থেকেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই ওডিশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে সুপার কাপের নতুন মরশুম। এখন সেইদিকেই নজর সকলের।

আরও পড়ুন: Juan Ferrando: মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী ফেরেন্দো, কী বলছেন তিনি? 

উল্লেখ্য, গত বছর সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে কাপ ঘরে তুলেছিল মরিসিওদের ওডিশা এফসি। সেই সুবাদে এবার এইখানেই আয়োজিত হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট।

পূর্বেই জানানো হয়েছে যে সুপার কাপের গ্রুপ “এ” তে স্থান পেয়েছে লাল-হলুদ ও সবুজ-মেরুন। এছাড়াও সেই তালিকায় আছে হিতেশ শর্মার হায়দরাবাদ এফসি। সেইসাথে কোয়ালিফাইং রাউন্ড থেকে সুযোগ পাবে একটি দল। একইভাবে গ্রুপ “বি” তে রয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স এফসি, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড। পাশাপাশি আইলিগ থেকে কোয়ালিফাই করতে পারবে একটি ফুটবল দল। এছাড়াও গ্রুপ “সি” তে রয়েছে যথাক্রমে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি, চেন্নাইন এফসি ও পাঞ্জাব এফসি। সেইসাথে আইলিগ থেকে আসবে একটি দল।

পাশাপাশি “ডি” বিভাগে রয়েছে এফসি গোয়া, ওডিশা এফসি এবং বেঙ্গালুরু এফসি। সেইসাথে আইলিগের মতো টুর্নামেন্ট থেকে আসবে একটি দল।
উল্লেখ্য, দিনকয়েক আগেই বিশেষ বিবৃতি দেওয়া হয় ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। যেখানে সুপার কাপের মতো টুর্নামেন্টে ছয় বিদেশি ফুটবলারদের মাঠে নামানোর নির্দেশ জারি করা হয়।