Mohun Bagan: ইয়ুথ লীগে প্রীতম গায়েনের গোলে প্রথম জয় পেল বাগান

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ যুব লীগের (Youth League) ম্যাচে আজ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সম্পূর্ণ সময়ের শেষে সেই ম্যাচ…

Mohun Bagan, Youth League

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ যুব লীগের (Youth League) ম্যাচে আজ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সম্পূর্ণ সময়ের শেষে সেই ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন। ফলাফল থাকে ১-০ গোল। একটি মাত্র গোল করেন প্রীতম গায়েন (Pritam Gain)।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা  

এই জয়ের ফলে গ্রুপ পর্বের শীর্ষ স্থানে থেকেই নিজেদের অভিযান শুরু করল ময়দানের এই প্রধান। আগামী ১৬ ডিসেম্বর এই ফুটবল টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হবে এই প্রধান। তার আগে আজকের এই জয়ের ফলে ডার্বির আগে অনেকটাই অক্সিজেন পেল বাস্তব রায়ের ছেলেরা। শুরুটা খুব একটা মধুর না হলেও পরবর্তীকালে ছন্দে চলে আসে দল।

আরও পড়ুন: Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা 

উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টের প্রথমদিকে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রতিপক্ষ দলের রক্ষনভাগে ও বল নিয়ে উঠে আসতে দেখা গিয়েছিল তাদের একাধিকবার। তবে গোলের দেখা মেলেনি। তারপর সুযোগ বুঝেই প্রতি আক্রমণে উঠে আসে মোহনবাগান দল। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাড়তি চাপ দিতে থাকে মেরিনার্সরা। যার ফল ও মিলে যায় হাতেনাতে।

আরও পড়ুন: Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন  

ঠিক ৫৪ মিনিটের মাথায় দেখা যায় গোলের দেখা। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণ করে প্রতিপক্ষ দলের ফুটবলারদের কার্যত বোকা বানিয়ে গোল করেন প্রীতম। তার গোলেই আসে জয়।