Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা

কলকাতা ফুটবল লীগ এখন অতীত। এখন ইয়ুথ লিগের (Youth League) দিকে বাড়তি নজর মোহনবাগানের (Mohun Bagan)। সেইমতো গত কয়েকদিন ধরেই দল তৈরি করে ছেলেদের জোরকদমে…

Mohun Bagan Coach Bastab Roy

কলকাতা ফুটবল লীগ এখন অতীত। এখন ইয়ুথ লিগের (Youth League) দিকে বাড়তি নজর মোহনবাগানের (Mohun Bagan)। সেইমতো গত কয়েকদিন ধরেই দল তৈরি করে ছেলেদের জোরকদমে অনুশীলন করাতে দেখা যায় কোচ বাস্তব রায়কে। আগামী ১৬ ডিসেম্বর যুব দলের ডার্বি ম্যাচ। অর্থাৎ মোহনবাগানের মুখোমুখি হতে হবে ইমামি ইস্টবেঙ্গল দলকে।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা  

সেইদিকে এখন তাকিয়ে গোটা ময়দান। আসলে জুনিয়র হলেও এই দুই দলের নামে লাখ সমর্থক ভিড় জমাতে পারেন যেকোনো স্টেডিয়ামে। তাই এই ম্যাচ দেখার অপেক্ষায় সকলেই। কিন্তু তার আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচের দিকে বাড়তি নজর দিচ্ছে সবুজ-মেরুন। আগামীকাল তাদের প্রথম ম্যাচ। যেখানে তাদের মুখোমুখি হতে হবে ময়দানের আরেক শক্তিশালী দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে। এই প্রথম ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় বাস্তব রায়কে (Mohun Bagan Coach Bastab Roy)।

আরও পড়ুন: Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী 

আসলে এই ম্যাচ জিতেই নিজেদের অভিযান শুরু করতে চাইছে মোহনবাগান। সেইমতো আজ গোটা দলকে নিয়ে বিভিন্ন ধরনের অনুশীলনের দিকে জোর দিতে দেখা যায় কোচকে। পাসিং ফুটবল থেকে শুরু করে রক্ষনভাগ এমনকি দুই উইংকে ও ঝালিয়ে নিতে দেখা যায় তাকে। লক্ষ্য একটাই যেকোনো মূল্যেই দলের জয় তুলে নেওয়া। সেইমতো গোটা রাজ্যের বিভিন্ন প্রতিভাবান ফুটবলারদের দলে নিয়েছে বাগান ব্রিগেড। এবার তাদের মাধ্যমেই সাফল্য পেতে চাইছে ময়দানের এই প্রধান।

আরও পড়ুন: Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন 

উল্লেখ্য, এবারের কলকাতা লিগে ও যথেষ্ট দাপুটে পারফরম্যান্স ছিল মোহনবাগান সুপারজায়ান্টস দলের। বাস্তব রায়ের নেতৃত্বে একটা সময় লিগ জয়ের পথে ও চলে এসেছিল সবুজ-মেরুন তবে শেষ পর্যন্ত তাদের পরাজিত হয় হয়েছিল সার্দান সমিতি সহ সুপার সিক্সে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। তবে এখন এই লিগকেই পাখির চোখ করে এগোতে চাইছেন বাগান কোচ।