Mohun Bagan: চোট গুরুতর নয় সবুজ-মেরুনের এই তারকার, জানুন

গত এএফসি কাপের ম্যাচে ওডিশার কাছে ধরাশায়ী হওয়ার পর আইএসএলের গত ম্যাচ যেন প্রতিশোধের ছিল মোহনবাগানের (Mohun Bagan) কাছে। সেই মতো বহু পরিকল্পনা নিয়ে মাঠে…

Kerala Blasters midfielder Sahal Abdul Samad

গত এএফসি কাপের ম্যাচে ওডিশার কাছে ধরাশায়ী হওয়ার পর আইএসএলের গত ম্যাচ যেন প্রতিশোধের ছিল মোহনবাগানের (Mohun Bagan) কাছে। সেই মতো বহু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল দল। তবে খুব একটা কাজে আসেনি কোনো পরিকল্পনা। সুযোগ বুঝে আক্রমন শানিয়ে একের পর এক গোল তুলে নিতে ভোলেননি ওডিশা দলের তারকা ফুটবলার আহমেদ জাহু। তার করা দুইটি গোলেই প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ওডিশা এফসি।

আরও পড়ুন: Mohun Bagan: নর্থইস্ট ম্যাচে দলে ফিরতে পারেন বাগানের তিন তারকা, কারা? 

তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলের ভুলভ্রান্তি থেকে সুযোগ কাজে লাগায় বাগান ব্রিগেড। জোড়া গোল করেন সবুজ-মেরুনের তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু। নাহলে মাথানত করেই মাঠ ছাড়তে হত মোহনবাগান দলকে। তবে এই ড্র করার দরুণ ইন্ডিয়ান সুপার লিগের লড়াইয়ে নিজেদের তৃতীয় স্থানে ধরে রাখল কলকাতা ময়দানের এই প্রধান। যা নিয়ে সাময়িক স্বস্তি বাগান ব্রিগেডের অন্দরে। তবে সময় যতো এগোচ্ছে চোট আঘাতের সমস্যায় জর্জরিত হয়ে উঠছে বাগান। উল্লেখ্য, ম্যাচের কিছু সময় আগে দলের স্কোয়াডে মরোক্কান তারকা হুগো বুমোসের নাম থাকলেও শেষ পর্যন্ত তাকে নামনো সম্ভব হয়নি।

আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট! 

যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। তবে পরবর্তীতে নামানো হয় অজি তারকা জেসন কামিন্সকে। এরপর কোনোরকম ভাবে ম্যাচ শুরু করা হলেও খেলা যত এগিয়েছে ততই যেন দাপট বাড়িয়েছে ওডিশা। তা সামাল দিতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দিতে থাকে বাগান ফুটবলারদের। চোটের কবলে পড়তে হয় একের পর এক দাপুটে ফুটবলারদের। যাদের মধ্যে রয়েছেন তরুণ তারকা কিয়ান নাসিরি থেকে শুরু করে ভারতীয় দলের অন্যতম দুই তারকা তথা অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। একটা সময় ড্রেসিংরুম থেকে বেড়িয়ে হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় থাপাকে। তবে পরবর্তীতে পরীক্ষা করে জানা যায় খুব একটা গুরুতর চোট নেই অনিরুদ্ধ থাপার। কিন্তু চিন্তা ছিল সাহাল আব্দুল সামাদকে নিয়ে।

আরও পড়ুন: Controversy: মোহনবাগান ম্যাচে রেফারির লাল কার্ড নিয়ে তৈরি একাধিক বিতর্ক 

সেই নিয়ে এবার উঠে আসল নয়া তথ্য। গতকাল বিকেলে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতাল এক্সরে করানো হয় এই তারকার। সেই রিপোর্টে চিন্তাজনক নাকি কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে তা যাচাই করার জন্য অন্যত্র পাঠানো হলেও সেখান থেকে ও জানানো হয় একই কথা। যার দরুণ, এবার মাঠে ফিরতে খুব একটা দেরী হওয়ার কথা নয় ভারতীয় দলের এই ফুটবলারের।