Mohun Bagan: শুধু সাদিকু নন, বাগানের মান বাঁচানোর নেপথ্যের নায়ক আরেকজন

গতকাল নিজেদের ঘরের মাঠে কোনো রকমে মান রক্ষা করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। শুরু থেকেই যথেষ্ট সাবধানী মনোভাব দেখা গেলেও পরবর্তীতে আক্রমণভাগে দল উঠে…

Vishal Kaith

গতকাল নিজেদের ঘরের মাঠে কোনো রকমে মান রক্ষা করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। শুরু থেকেই যথেষ্ট সাবধানী মনোভাব দেখা গেলেও পরবর্তীতে আক্রমণভাগে দল উঠে আসলেও ফাঁক ছিল একাধিক। সেই সুযোগ বুঝে আক্রমন শানিয়ে একের পর এক গোল তুলে নিতে ভোলেননি ওডিশা দলের তারকা ফুটবলার আহমেদ জাহু। তার করা দুইটি গোলেই প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ওডিশা এফসি। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের সবটা উজাড় করে লড়াই চালিয়ে যায় সবুজ-মেরুন। সেখান থেকেই ৫৮ মিনিটের মাথায় সাদিকুর প্রথম গোল। তারপর ম্যাচের শেষের দিকে আবার তার পা থেকেই আসে সমতায় ফেরার গোল। যারফলে, পাঁচ গোলের দুঃস্বপ্ন আর ফিরে আসেনি তাদের।

আরও পড়ুন: Mohun Bagan: নর্থইস্ট ম্যাচে দলে ফিরতে পারেন বাগানের তিন তারকা, কারা? 

আর সেই ম্যাচের পরেই সকলের নয়নের মনি হয়ে উঠেছেন সাদিকু। উল্লেখ্য, এবারের ফুটবল মরশুমের শুরু থেকে দলের প্রথম একাদশে থাকলেও খুব একটা গোলের দেখা মিলছিল না তার পা থেকে। যার দরুণ সমর্থকদের তরফ থেকে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হচ্ছিল তাকে নিয়ে। সেজন্য একটা সময় তার বিকল্প হিসেবে জনি কাউকোর উপস্থিতি নিয়ে ও দেখা দিয়েছিল সমালোচনা। তবে গতকাল সমস্ত কিছুতে জল ঢেলে দিয়েছেন তিনি। গোল করে দলকে নিশ্চিত পরাজয় থেকে ফিরিয়ে আনার পাশাপাশি সমর্থকদের মনে ও স্থান করে নিয়েছেন ইউরোপা লিগ খেলা এই ফুটবলার। তবে তিনি একানন। গতকাল বাগানের সাক্ষাৎ পতন আটকে দিয়েছেন আরেক তারকা।

আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট!  

তিনি দলের গোলরক্ষক বিশাল কাইথ। গতকাল সবুজ-মেরুন শিবিরের করা গোলের পর থেকেই যেন নতুন করে তেঁতে উঠেছিল সার্জিও লোবেরার ছেলেরা। সেই সময় মাঝামাঠ থেকে দূরন্ত ছন্দে উপরে উঠে বাগান রক্ষনভাগে ঢুকে পড়েন মরোক্কান তারকা আহমেদ জাহু। যা দেখে হিমশিম খেতে হচ্ছিল সকলকে। এই পরিস্থিতিতে জাহু শট নিলেও তা আটকে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। তারপর বারে লেগে বল চলে যায় অন্যত্র। বলতে গেলে সেটাই যেন টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল মোহনবাগানের কাছে। আসলে, সেইখান থেকে গোল হয়ে গেলে আর হয়ত ম্যাচে ফেরা সম্ভব হতনা ময়দানের এই প্রধানের।