Mohun Bagan: নর্থইস্ট ম্যাচে দলে ফিরতে পারেন বাগানের তিন তারকা, কারা?

গতকাল নিজেদের ঘরের মাঠে ওডিশা এফসির বিপক্ষে কোনো রকমে নিজেদের হার বাঁচিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। প্রথমার্ধে দল দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও…

Mohun Bagan

গতকাল নিজেদের ঘরের মাঠে ওডিশা এফসির বিপক্ষে কোনো রকমে নিজেদের হার বাঁচিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। প্রথমার্ধে দল দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্মান্দো সাদিকুর জোড়া গোলে সমতায় ফেরে এই প্রধান। যার দরুন এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বাগান ব্রিগেড। সেইসাথে এখনো পর্যন্ত আইএসএলে অপরাজিত থাকে মোহনবাগান দল।

তবে সেই ম্যাচ এখন অতীত। এবার সামনের দিকে তাকিয়ে সকলে। আর সেটা ভাবতে গিয়েই যেন প্রবল চিন্তা তৈরি হয়েছে দলের অন্দরে। আসলে গতকাল ম্যাচের মধ্যেই চোট আঘাতের সমস্যা দেখা দিয়েছিল দলের একাধিক ফুটবলারদের। যায় প্রভাব ও একাধিকবার এসেছে সেই ম্যাচের মধ্যে।

   

আরও পড়ুন:  Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট!

গতকাল প্রথম একাদশে মরোক্কান তারকা হুগো বুমোসের নাম থাকলেও মাঠে নামতে পারেননি তিনি। আসলে শেষ মুহূর্তের অনুশীলন করতে গিয়েই হঠাৎ করে চোট চলে আসে এই দাপুটে ফুটবলারের। যারফলে, বাধ্য হয়েই জেসন কামিন্সকে নামান বাগান কোচ হুয়ান ফেরেন্দো। পরবর্তীতে চোট পান বাগানের আরও তিন তারকা ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপা। এছাড়াও চোটের কবলে পড়তে হয় বাগান তারকা কিয়ান নাসিরিকে। যা নিয়ে এখন ব্যাপক চিন্তা দেখা দিয়েছে আপামর বাগান সমর্থকদের মধ্যে। তবে সামনে এএফসি কাপে মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়া এফসির ম্যাচ থাকলেও এখন আইএসএল নিয়েই ভাবছেন সকলে।

আরও পড়ুন:  Controversy: মোহনবাগান ম্যাচে রেফারির লাল কার্ড নিয়ে তৈরি একাধিক বিতর্ক

সূচী অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। ওডিশা ম্যাচ ভুলে এখন এই ম্যাচ জেতার দিকেই নজর দিতে চাইবেন ফেরেন্দো। কিন্তু চোট? যতদূর খবর, সাহাল আব্দুল সামাদের চোট গুরুতর হলেও খুব একটা বড় সমস্যা দেখা দেয়নি অনিরুদ্ধ থাপার। তাই সব ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। অন্যদিকে, সময়ের সাথে সাথে সুস্থ হয়ে উঠছেন বাগানের আরেক অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। তাই আসন্ন ম্যাচে যে তিনি কামব্যাক করবেন তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে দেখা মিলতে পারে দলের আরেক দাপুটে ফুটবলারকে।