Darjeeling: শীতের শুরুতেই তুষারপাত, সাদা হয়ে গেল সান্দাকফু

টানা ২৪ ঘণ্টার বেশি ভারী নিম্নচাপজনিত বৃষ্টির জেরে রাজ্যের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা যখন হুড়মুড়িয়ে নামছে তখন উত্তরাঞ্চলের (Darjeeling) দার্জিলিং জেলায় শুরু তুষারপাত। এবারে শীতের শুরুতেই বরফে…

Darjeeling Sandakphu snowfall

টানা ২৪ ঘণ্টার বেশি ভারী নিম্নচাপজনিত বৃষ্টির জেরে রাজ্যের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা যখন হুড়মুড়িয়ে নামছে তখন উত্তরাঞ্চলের (Darjeeling) দার্জিলিং জেলায় শুরু তুষারপাত। এবারে শীতের শুরুতেই বরফে ঢাকল  সান্দাকফু।  এই সময় সেখানে ঘুরতে যাওয়া কয়েকজন সেই তুষারপাতের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে তুষারের চাদরে ঢেকে গেছে সান্দাকফু। মনে করা হচ্ছে আগামী কয়েকদিন তুষারপাত হবে।

   

শীতের শুরুতে তুষারপাতে পর্যটকরা আনন্দিত। মনে করা হচ্ছে বড়দিনের আগেই আরও তুষারপাত হবে। সেক্ষেত্রে দার্জিলিং শহর, ঘুম, কার্সিয়াংয়ে তুষারপাত হবার সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সাথে ধসের সম্ভাবনাও আছে।

সান্দাকফুতে তুষারপাতের কারণে দার্জিলিং জেলার পড়শি জলপাইগুড়িতেও তাপমাত্রা কমতে শুরু করছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিম্নচাপ কেটে গেলেই শনিবার থেকে আরও নামবে তাপমাত্রা।

হাওয়া মোরগের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলগুলিতে। অন্যদিকে জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে। শনিবার থেকে কমবে রাতের তাপমাত্রা। মনে করা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ পেতে পারেন বঙ্গবাসী।