Daniel Chima Chukwu: জামশেদপুরের মান রাখলেন চিমা, খুশি দলের কোচ

এবার কোনওরকমে নিজেদের হার বাঁচাল আইএসএলের আরেক ফুটবল দল। জামশেদপুর এফসি। বলতে গেলে হারতে বসা ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলতে সক্ষম হল…

Jamshedpur FC's Daniel Chima Chukwu

এবার কোনওরকমে নিজেদের হার বাঁচাল আইএসএলের আরেক ফুটবল দল। জামশেদপুর এফসি। বলতে গেলে হারতে বসা ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলতে সক্ষম হল স্কট কুপারের জামশেদপুর এফসি। গতকাল নিজেদের ঘরের মাঠে ওয়েন কোয়েলের চেন্নাইন দলের মুখোমুখি হয়েছিল জামশেদপুর।

প্রথমদিকে প্রতিপক্ষ দলের দাপুটে পারফরম্যান্সের দরুণ পিছিয়ে থাকতে হলেও পরবর্তীকালে সমতায় ফেরে এই ফুটবল দল। যারফলে, নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত থাকে ম্যাচের ফলাফল। যা নিয়ে খুশি জামশেদপুর দলের কোচ। গতকাল এই ম্যাচে জামশেদপুর দলের হয়ে গোল তুলে নেন লালদিনপুইয়া ও বিদেশী তারকা চিমা চুকু (Daniel Chima Chukwu)।

আরও পড়ুন: Mohun Bagan: চোট গুরুতর নয় সবুজ-মেরুনের এই তারকার, জানুন

উল্লেখ্য, ম্যাচ শুরুর ঠিক ৯ মিনিটের মাথাতেই গোল করে চেন্নাইন এফসিকে এগিয়ে দিয়েছিলেন দলের দাপুটে ফুটবলার ফারুক চৌধুরী। তারপর থেকেই একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছিল ওয়েন কোয়েলের ছেলেরা। পরবর্তীতে ম্যাচের ঠিক ৪০ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ায় চেন্নাইন। এবার গোল পেলেন মিতেই।

যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল তাদের দলের। কিন্তু ঘরের মাঠে ম্যাচ থাকার দরুণ সহজে ছেড়ে যে ছেড়ে দেবে না জামশেদপুর দল, তা ভালো মতোই জানতেন সকলে। দক্ষিণের এই ফুটবল ক্লাব এগিয়ে থাকলেও সুযোগ বুঝে আক্রমণ শানাতে ভুল করেনি জামশেদপুর। যার ফল ও মিলেছিল হাতেনাতে। প্রথমার্ধের ম্যাচের অতিরিক্ত সময় গোল করে দলের ব্যবধান কমান পুইয়া। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-২ গোল।

আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট!

তারপর থেকে দ্বিতীয়ার্ধে দুই দলের তরফ থেকে আক্রমন শানানো হলেও কিছুতেই আর গোলের মুখ খুলতে পারছিলেন না কেউ। তার মধ্যে চেন্নাইন দলের কাছে একাধিকবার গোলের সহজ সুযোগ আসলেও ফিনিশ করা যেন কিছুতেই সম্ভব হচ্ছিল না তাদের। তবে ম্যাচের একেবারে অন্তিম লগ্নে এসে চেন্নাইন দলের জালে বল জড়িয়ে জামশেদপুর এফসিকে সমতায় ফেরান তাদের ভরসাযোগ্য তারকা চিমা চুকু। এক কথায় বলতে গেলে তার সক্রিয়তার দরুণ কোনো রকমে হার বাঁচাল এই ক্লাব।