Madan Mitra: সংকটজনক মদন মিত্র

চর্চিত তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra) সংকটজনক। হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হয়েছে। বাইপাপ সাহায্যেক চিকিতসা চলছে প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়কের। চিকিৎসকরা জানান, মদন…

Madan Mitra

চর্চিত তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra) সংকটজনক। হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হয়েছে। বাইপাপ সাহায্যেক চিকিতসা চলছে প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়কের।

চিকিৎসকরা জানান, মদন মিত্রকে সুস্থ করতে যথাসম্ভব টেষ্টা চলছে। তাঁর বুকে কফ জমেছে। শ্বাসপ্রশ্বাস ঠিক রাখার চেষ্টা চলছে।উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি। গত সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউমোনিয়ায় ভুগছেন মদন মিত্র। গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেল পর্যন্তও মোটামুটি ঠিকই ছিলেন তিনি। তাকে নিয়মিত দেখছিলেন চিকিৎসকেরা। তবে বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় মদন মিত্রর। শরীরে অক্সিজেনের মাত্র এতটাই কমে যায় যে জ্ঞান হারান মদন মিত্র।

পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কোনও ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তরিত করা হয়। সেখানেই বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছে তাকে। এসএসকেএম সূত্রে খবর, রাতে বাইপ্যাপ দেওয়ার পর আপাতত তিনি স্থিতিশীল।  যেহেতু তার নিউমোনিয়া ধরা পড়েছে, তাই অক্সিজেনের মাত্রা নিয়ে সতর্ক রয়েছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, সাধারণত শ্বাসকষ্টের সমস্যা হলে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট। এ ক্ষেত্রে মেশিনের মাধ্যমে বাতাস প্রবেশ করে ফুসফুসে। মুখে একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছলে শ্বাসকষ্টের সমস্যা কমে।

কয়েকদিন ধরেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরেছিলেন মদন। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন। রাতে ফিরে সকালেই সোমবার বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় মদন মিত্রকে কাশতে দেখা গেছিল। ঠান্ডা লেগেছে বলে জানান তিনি। বিধানসভা থেকে বাড়ি ফিরে এসে মদন মিত্রর কাশি ক্রমশ বাড়তে থাকে।  শুরু হয় শ্বাসকষ্ট। তৎক্ষণাৎ মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।