IPL: সময় বদলে গেল আইপিএল ফাইনালের

আইপিএল (IPL) ফাইনালের সময় বদলে গেল। ২৯ মে আহমেদাবাদে সন্ধ্যে সাড়ে সাতটায় এবারের আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সময়ে বদল আনল বিসিসিআই।…

IPL

আইপিএল (IPL) ফাইনালের সময় বদলে গেল। ২৯ মে আহমেদাবাদে সন্ধ্যে সাড়ে সাতটায় এবারের আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সময়ে বদল আনল বিসিসিআই।

পরিবর্তিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হবে রাত আটটা থেকে। করোনার জন্য গত দুই বছর আইপিএল টুর্নামেন্টে উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠান বন্ধ ছিল। কিন্তু বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবারের ফাইনালের আগে চল্লিশ মিনিটের একটি সমাপনী অনুষ্ঠান করা হবে আগের নিয়ম অনুযায়ী। সেই জন্যই পূর্ব সূচীর একটু বদল করলেন আইপিএল আয়োজকরা। ফাইনাল শুরুর আগে বর্নাঢ্য সমাপনী অনুষ্ঠান হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

বোর্ড সূত্রের খবর অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছটা থেকে এই সমাপনী অনুষ্ঠান শুরু হবে। চল্লিশ মিনিটের এই অনু্ষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের বেশ কিছু তারকা। পারফর্মার হিসেবেরনবীর সিংয়ের নাম শোনা যাচ্ছে। এমনকি এ আর রহমানের নামও শোনা যাচ্ছে। তিনিও গান গাইবেন। সাড়ে সাতটায় টস হবে। আর আটটা থেকে শুরু হবে ফাইনাল ম্যাচ।

কিছুদিন আগেই বোর্ডের ওয়েবসাইটে BCCI বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছে এই সমাপনী অনুষ্ঠানের জন্য টেন্ডার ডেকেছিল। বলাই বাহুল্য আইপিএলের সঙ্গে নিজেদের নাম যোগ করতে এইমুহূর্তে আগ্রহী দেশ বিদেশের একাধিক বহুজাতিক সংস্থা। বেশ কয়েকটি সংস্থা এগিয়েও এসেছে। কোভিড আবহ কাটিয়ে আইপিএলকে পুরনো ফর্মে ফেরাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। কারন আইপিএল এই মুহূর্তে সোনার ডিমের মতন বিসিসিআইয়ের কাছে। তাই আইপিএলের গ্ল্যামার যেন না কমে সেই দিকেই সবসময় তাকিয়ে থাকে বোর্ড। সেই জন্যই কোভিড আবহ কাটতেই ফের আইপিএল সমাপনী অনুষ্ঠানকে ফিরিয়ে আনতে চলেছে তারা।