শোভাযাত্রার মাধ্যমে ঐতিহাসিক শিলচর ভাষা দিবস স্মরণ করল বাংলাপক্ষ

মুর্শিদাবাদের বহরমপুরে বাংলা পক্ষ সংগঠনের জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বরাক উপত‍্যকার একাদশ অমর ভাষাশহীদদের স্মরণ করা হলো। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় এক বর্ণাঢ‍্য শোভাযাত্রার মাধ‍্যমে।…

মুর্শিদাবাদের বহরমপুরে বাংলা পক্ষ সংগঠনের জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বরাক উপত‍্যকার একাদশ অমর ভাষাশহীদদের স্মরণ করা হলো। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় এক বর্ণাঢ‍্য শোভাযাত্রার মাধ‍্যমে। এই শোভাযাত্রায় বাংলা পক্ষের সহযোদ্ধাদের সঙ্গে পা মেলান বহরমপুর সহ মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের বাঙালি।

শোভাযাত্রার পথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাস্টারদা সূর্য সেন এবং ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল‍্যদান করেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়।
পদযাত্রার শেষে বহরমপুরের কালেক্টরেট ক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গর্গ চট্টোপাধ‍্যায় ছাড়াও বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, ডা অরিন্দম বিশ্বাস, মনোজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়, নুরুল হাসান ও কালাচাঁদ চট্টোপাধ‍্যায়। সম্মানীয় অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন অধ‍্যাপক মধু মিত্র, ও অধ‍্যাপক জ‍্যোতির্ময় রায়চৌধুরী।


জ‍্যোতির্ময় বাবু কিভাবে বিচ্ছিন্ন দ্বীপ আন্দামানের বাঙালিকে ঐক‍্যবদ্ধ করেছেন সেই কথা তুলে ধরেন, মধু মিত্র মুর্শিদাবাদে বাংলা পক্ষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, শিক্ষা ক্ষেত্রে হিন্দী আগ্রাসনের বিরোধিতা শোনা যায় তাঁর কণ্ঠে। সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায় বলেন” ভারতের প্রত্যেক রাজ‍্য ভূমিপুত্র সংরক্ষণের মাধ‍্যমে নিজের জাতির ভবিষ‍্যত সুরক্ষিত করছে, বাংলা ব‍্যতিক্রম হতে পারে না। বাংলা পক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় যেমন বাংলা ভাষা দাবি করে তেমন বাংলার রাজ‍্য সরকারি চাকরিতেও বাংলা ভাষা পরীক্ষা বাধ‍্যতামূলক করার দাবি করে। সার্বিক ভাবে বাংলা পক্ষ বাংলা ভাষাকে কাজের ভাষা করে তুলতে চায়।”

অন্যদিকে শীর্ষ পরিষদ সদস‍্য মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র তথা বাংলা পক্ষবার্তার প্রধান নুরুল হাসান তাঁর বক্তব‍্যে বাংলা পক্ষে প্রয়োজনীয়তা, লক্ষ‍্য ও বিভিন্ন সাফল‍্যের কথা তুলে ধরেন।
শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি মুর্শিদাবাদের রেশম, বিড়ি ও খাদ‍্য প্রক্রিয়াকরণ শিল্পের কথা তুলে ধরেন। এতো কাজের সুযোগ থাকা সত্ত্বেও জেলার ছেলে দের কেন ভিনরাজ‍্যে যেতে হবে সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন বাংলা পক্ষ দাবি করে বেসরকারি চারকিতেও ৯০% ভূমিপুত্র সংরক্ষণ চাই। সভায় উপস্থিত জেলা সংগঠনের পর্যবেক্ষক তথা শীষ পরিষদ সদস‍্য মনোজিৎ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘বাংলা পক্ষ ভবিষ‍্যতের সংগঠন, তরুণ প্রজন্মের সংগঠন। বাংলার যুব সমাজের চাকরি, ব‍্যবসা, টেণ্ডারে ভূমিপুত্রের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শুধু সাংস্কৃতিক ভাবে বাংলা ভাষা তথা বাঙালিকে বাঁচানো যাবে না। রাজনৈতিক ভাবেই হিন্দি আগ্রাসনের প্রতিবাদ করতে হবে।”

শীর্ষ পরিষদ সদস‍্য তথা বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস চিকিৎসা ক্ষেত্রে বহিরাগতদের সংখ‍্যা বাড়ায় বাঙালির চিকিৎসা পরিষেবায় সমস‍্যার কথা বলেন। বলেন বেসরকারি হাসপাতাল গুলিতে বাঙালির বঞ্চনার কথা। আগামীতে এই বিষয়েও বাংলা পক্ষ প্রতিবাদে সরব হবে বলে তিনি জানান। সভাটি সঞ্চালনা করেন মুর্শিদাবাদের অন‍্যতম সংগঠক অরিন্দম চন্দ্র