ইয়ামালকে নিয়ে অনেক আলোচনা, বাংলার সৌরেন্দ্রর করা এই গোল কি দেখেছেন?

স্পেনের লামিন ইয়ামালের গোল নিয়ে প্রচুর আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর করা গোলের ভিডিও। কিন্তু ইউনাইটেড স্পোর্টসের (United Sports) সৌরেন্দ্র নাথের করা গোলটি কি…

united sports club sourendra nath scored a stunner

স্পেনের লামিন ইয়ামালের গোল নিয়ে প্রচুর আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর করা গোলের ভিডিও। কিন্তু ইউনাইটেড স্পোর্টসের (United Sports) সৌরেন্দ্র নাথের করা গোলটি কি দেখেছেন? যারা দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন এরকম গোল সচরাচর দেখা যায় না। বিশ্বমানের গোল। এই গোল ইউরোপের কোনও ফুটবলার করেননি, করেছেন বাংলার ছেলে সৌরেন্দ্র।

   

বদলে গেল East Bengal ম্যাচের ভেন্যু

সোমবার কলকাতা ফুটবল লিগের (CFL) ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড স্পোর্টস। ম্যাচের প্রথম গোলটি করেন ইউনাইটেড স্পোর্টসের সৌরেন্দ্র নাথ। খেলার বয়স তখন ৪৮ মিনিট, প্রায় ৪০ গজ দূর থেকে গোলার মতো শটে বল জড়িয়ে দিয়েছেন জালে। উয়াড়ির গোলরক্ষক শরীর ছুঁড়ে দিয়ে বলের গতিপথ রোধ করার চেষ্টা করেছিলেন, পারেননি। এই শট রোখা যায় না। সেই সময় মাঠে উপস্থিত কেউওই হয়তো ভাবতে পারেননি সৌরেন্দ্র ওখান থেকে শট নিয়ে গোল করতে পারবেন।

বাংলার ফুটবল নাকি মৃত প্রায়, দেখার মতো কিছুই নেই! এরকম কথা এখন হরদম শোনা যায়। যারা এই ধরণের মন্তব্য করেন বা ধারণা পোষণ করেন তারা বোধহয় এ রাজ্যের ফুটবল দেখেন না একেবারেই। সুদূর স্পেনের লামিন ইয়ামালের গোল নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই আলোচনা হওয়া উচিৎ ঘরোয়া ফুটবলের এই গোল নিয়েও।

Spain vs England: স্পেন চ্যাম্পিয়ন, ভগ্ন মনোরথ ইংল্যান্ড

কে এই সৌরেন্দ্র নাথ?

সৌরেন্দ্র নাথ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ফুটবলার। ক্লাবের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ব্যারাকপুরের এই ছেলেটি বছর পাঁচ-ছয় হল তাদের সঙ্গে অনুশীলন করছেন। অনুশীলনে নিয়মিত, খেলার প্রতি ডেডিকেশন রয়েছে। মূলত লেফট ব্যাক পজিশনের ফুটবলার। অতীতে খেলেছেন জর্জ টেলিগ্রাফের হয়ে। কলকাতা ফুটবল লিগ খেলার অভিজ্ঞতা বছর তিন-চারের।