ফের একবার শিরোনামে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। এমনিতে তিনি বরাবরই নিজের চাঁচাছোলা মন্তব্য নিয়ে শিরোনামে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কিন্তু আগামী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বড় মন্তব্য করতে শোনা গেল এই বর্ষীয়ান নেতাকে।
আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, ‘মমতা একদিন গদিচ্যুত হবেন, এই ভাবনাটা বোধ হয় তৃণমূলের ক্যাওড়াবাহিনীর, বিশেষ করে তাঁর ত্রিশ শতাংশ বাঁধা ভোট (TSBV)-এর মাথায় ছিল না। হঠাৎ টের পেয়ে উন্মাদের মত চিৎকার আরম্ভ করে দিয়েছে, “তার আগেই মোদী যাবেন”।’
এরপরেই মোদী সম্পর্কে বিজেপি নেতা বলেন, ‘আগে হোক বা পরে হোক, মোদী যাবেনই। কিন্তু বিজেপি থাকবে, আরএসএস থাকবে, হিন্দুত্ব থাকবে। কারণ এগুলি শাশ্বত চিন্তার উপর প্রতিষ্ঠিত, কালীঘাটের খালধারের কুচক্রান্তের উপর নয়। ভগবান না করুন, মমতার ভালমন্দ কিছু হলে পনেরো মিনিটের মধ্যে দলটা উঠে যাবে।’
একজন নেটিজেন আবার লিখেছেন, ‘যখন স্বীকার করলেন মোদী যাবেন ই তাহলে আশা করি বুঝেছেন যে মোদির যাওয়া টা যত দ্রুত হবে সেটা আপনি হয়তো আপনার জিব্দ্দশায় দেখে যেতে পারেন কিন্তু মমতার যাওয়াটা মনে হয় আপনার জীবদ্দশায় আর দেখা হবে না। এ জীবনে তো সকলের সব আশা পূর্ণ হয় না। কি আর করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’
‘মমতা একদিন গদিচ্যুত হবেন’, এই ভাবনাটা বোধ হয় তৃণমূলের ক্যাওড়াবাহিনীর, বিশেষ করে তাঁর ত্রিশ শতাংশ বাঁধা ভোট (TSBV)-এর মাথায় ছিল না। হঠাৎ টের পেয়ে উন্মাদের মত চিৎকার আরম্ভ করে দিয়েছে, “তার আগেই মোদী যাবেন”।
আগে হোক বা পরে হোক, মোদী যাবেনই। কিন্তু বিজেপি থাকবে, আরএসএস থাকবে,…
— Tathagata Roy (@tathagata2) July 16, 2024