বদলে গেল East Bengal ম্যাচের ভেন্যু

মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ফুরুফুরে মেজাজে রয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। চলতি কলকাতা ফুটবল লিগের দুর্বার গতিতে এগিয়ে চলেছে মশাল বাহিনী। যুবভারতী ক্রীড়াঙ্গনের পর ইস্টবেঙ্গলের…

East Bengal said good bye to Mobashir Rahman

মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ফুরুফুরে মেজাজে রয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। চলতি কলকাতা ফুটবল লিগের দুর্বার গতিতে এগিয়ে চলেছে মশাল বাহিনী। যুবভারতী ক্রীড়াঙ্গনের পর ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল নিজেদের ঘরের মাঠে। কিন্তু লাল হলুদের ক্লাবের মাঠে এই ম্যাচ হচ্ছে না বলেই জানা গিয়েছে।

East Bengal: অনেক দূর যেতে পারে নসীব-তন্ময় জুটি

   

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ছিল ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে। ময়দানে নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা কাস্টমস ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে এই ম্যাচ ইস্টবেঙ্গল গ্রাউন্ডে হচ্ছে না। পরিবর্তে এই ম্যাচ আয়োজন করা হবে নৈহাটিতে। চলতি মরসুমের নৈহাটির মাঠে এটাই হতে চলেছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ।

কেন বদল হল ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা কাস্টমস ম্যাচের ভেন্যু? জানা গিয়েছে, পুলিশের আপত্তিরক কারণেই ভেন্যু বদল। ইস্টবেঙ্গলের মাঠে এই ম্যাচ আয়োজন করার ব্যাপারে আপত্তি জানিয়েছিল পুলিশ। তারপরেই নৈহাটিতে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইএফএ।

বাংলার বিভিন্ন প্রান্তে কলকাতা ফুটবল লিগের ম্যাচ ছড়িয়ে দিয়েছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ। নৈহাটী অন্যতম গুরুত্বপূর্ণ মাঠ। তবে বর্ষার সময় এই মাঠে জল জমার সমস্যা রয়েছে। জল জমার কারণে অতীতে এই গ্রাউন্ডে খেলা বাতিল হওয়ার উদাহরণ রয়েছে। আগামী ১৬ জুলাই ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ। যায় নির্বিঘ্নে সম্পন্ন হবে এটাই চাইবেন আপামর ইস্টবেঙ্গল জনতা।

Transfer News: হেনরি কিসেকার দেশ থেকে আসছেন আরও এক ফুটবলার!

খাতায় কলমে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও কাস্টমসের বিরুদ্ধে সহজ হবে না লাল হলুদের এই ম্যাচ। কারণ, ইস্টবেঙ্গলের মতো কাস্টমস-ও এবার ভাল ফর্মে রয়েছে। রেইনবো, পিয়ারলেস, টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে সহজ জয় পেয়েছে দল। তিন ম্যাচে ১১ গোল দিয়েছে ক্যালকাটা কাস্টমস।