Transfer Window: এই ভারতীয় লেফট ব্যাককে দলে নিল এফসি গোয়া

Transfer Window: আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজের তত্ত্বাবধানে এবছর আইএসএলে লড়াই করেছিল এফসি গোয়া। গত কয়েক বছরের তুলনায় যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল তাদের।‌ সেইজন্য অনায়াসেই…

Aakash Sangwan

Transfer Window: আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজের তত্ত্বাবধানে এবছর আইএসএলে লড়াই করেছিল এফসি গোয়া। গত কয়েক বছরের তুলনায় যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল তাদের।‌ সেইজন্য অনায়াসেই টুর্নামেন্টের প্লে-অফে উঠে গিয়েছিল দল। যদিও পরবর্তীতে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। কিন্তু বহু বছর পর দলের এই পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছিল সকলকে। কিন্তু আইএসএল জয় করাই নতুন সিজনের অন্যতম লক্ষ্য এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে নিজেদের দলকে আবারো ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তাদের।

Joni Kauko: কাউকোকে সই করানোর দৌড়ে আরও এক ক্লাব !

   

সেজন্য বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার পাশাপাশি শক্তিশালী ভারতীয় ব্রিগেড তৈরি করার লক্ষ্য ম্যানেজমেন্টের। গত কয়েকদিন আগেই তাদের দলের দাপুটে ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেসকে বিদায় জানিয়েছে এফসি গোয়া। যারফলে, প্রায় সাত বছর পর এই দল ছেড়ে মুম্বাইয়ে সাইন করেছেন এই ফুটবলার। কিন্তু শুধু ফুটবলার রিলিজ করা নয়। এবার এক ভারতীয় ডিফেন্ডারকে সাইন করালো এফসি গোয়া ফুটবল ক্লাব। তিনি আঠাশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক আকাশ সাঙ্গওয়ান। শেষ মরশুমে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে।

Mohun Bagan: দ্রুত বড় ঘোষণা করতে পারে মোহনবাগান

যেখানে দশটির ও বেশি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। করেছিলেন দুইটি গোল। তবে গত মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। পরবর্তীতে তার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা না থাকলেও আইএসএলের বেশকিছু ক্লাবের তরফ থেকে প্রস্তাব এসেছিল আকাশের কাছে। শেষ পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে যুক্ত হয়েছেন এই ফুটবলার। আজ ঘন্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকেই এই খেলোয়াড়ের যোগদানের কথা ঘোষণা করে ক্লাব।