Joni Kauko: কাউকোকে সই করানোর দৌড়ে আরও এক ক্লাব !

জনি কাউকোকে (Joni Kauko) নিয়ে নতুন করে গরম হতে শুরু করেছে দল বদলের বাজার। আগামী মরসুমে ফিনল্যান্ডের এই ফুটবল কোন ক্লাবের হয়ে খেলবেন সেটাই এখনও…

joni kauko next season team probability

জনি কাউকোকে (Joni Kauko) নিয়ে নতুন করে গরম হতে শুরু করেছে দল বদলের বাজার। আগামী মরসুমে ফিনল্যান্ডের এই ফুটবল কোন ক্লাবের হয়ে খেলবেন সেটাই এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে একাধিক ক্লাবের নাম।

মোহনবাগান সুপার জায়ান্টে অনিশ্চিত জনি কাউকোর ভবিষ্যৎ। পরের মরসুমের জন্য কাউকো সবুজ মেরুন ব্রিগেডের অংশ না-ও হতে পারেন। চোট কাটিয়ে মাঠে ফিরে এসে ভাল খেলেছিলেন। মোহনবাগান সুপার জায়ান্টের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন। নিজের দেশে গিয়ে রিকভার করার পর যুক্ত হয়েছিলেন গঙ্গা পাড়ের শিবিরে। অল্প অল্প করে খেলে পুরো নব্বই মিনিট খেলার জন্য তাঁকে তৈরি করে নিয়েছিলেন লোপেজ হাবাস।

   

Mohun Bagan: দ্রুত বড় ঘোষণা করতে পারে মোহনবাগান

লিগ শিল্ড জেতার পর ইন্ডিয়ান সুপার লিগ ফাইনালে পৌঁছেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ২০২৩-২৪ এর প্রায় অর্ধেকটা খেলেছিলেন জনি কাউকো। তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও আগের থেকে অনেকটা শ্লথ মনে হয়েছিল তাঁকে।

নিখুঁত পাসিং দক্ষতা, ম্যাচ রিডিংয়ের ক্ষমতায় হয়তো মরচে ধরেনি। কিন্তু গুরুতর চোট মন্থর করেছে তাঁকে। আধুনিক ফুটবলের ক্ষেত্রে গতি খুব গুরুত্বপূর্ণ। শিল্ড জয়ের সুবাদে মোহনবাগান খেলবে এশিয়ান টুর্নামেন্ট। সেক্ষেত্রে জনি কাউকো সদলের জন্য কতটা উপযুক্ত হবেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

Football: বাবা প্রয়াত, মা ভর্তি হাসপাতালে, অনিশ্চিত উঠতি ফুটবলারের ভবিষ্যৎ

শোনা যাচ্ছে তাঁকে সই করানোর জন্য ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব আগ্রহী। নর্থ ইস্ট ইউনাইটেডের নাম শোনা যাচ্ছে খুব। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হল, মুম্বই সিটি এফসির নজরে রয়েছেন জনি কাউকো।