Mohun Bagan SG: জামশেদপুরের এই তরুণ প্রতিভার দিকে নজর সবুজ-মেরুনের

গত সিজনে আইএসএল জয় করার পর এই সিজনেও ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে টুর্নামেন্টের লিগশিল্ড…

mohammed sanan k

গত সিজনে আইএসএল জয় করার পর এই সিজনেও ব্যাপক ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে চলে এসেছে এই প্রধান। তবে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে ওডিশা এফসির মতো ফুটবল দলগুলির সাথে যথেষ্ট লড়াই করে সেই শিরোপা ছিনিয়ে নিতে হবে তাদের।

কিন্তু সেটি যে খুব একটা কঠিন হবে না সবুজ-মেরুনের পক্ষে তা কিন্তু বলাই চলে। চলতি মাসের শেষে তাদের লড়াই করতে হবে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে। সেই ম্যাচ জিতলে আরো কিছুটা অ্যাডভান্টেজ পাবে কলকাতার এই ফুটবল দল। সেক্ষেত্রে শিল্ড জয় আরও অনেকটাই সহজ হয়ে যাবে তাদের কাছে।

Sanan Mohammed football

তবে এবারের আইএসএল খেতাব ঘরে আনতে গেলে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে শক্তিশালী ওডিশা এফসির মত দলকেও আটকাতে হতে পারে তাদের। সেই নিয়ে এখনই কিছু ভাবতে চান না বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। মূলত ম্যাচ প্রতি এগোতে চান তিনি। আর কিছু সপ্তাহ পরেই শেষ হয়ে যাবে আইএসএলের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ। তারপরই শুরু হবে চ্যাম্পিয়নশিপের লড়াই।

তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য ফুটবলার খোঁজার কাজ শুরু করে দিয়েছে আইএসএলের প্রত্যেকটি ফুটবল দল। এক্ষেত্রে গতকয়েক দিন ধরেই উঠে আসছিল ইমামি ইস্টবেঙ্গলের কথা। একাধিক দেশীয় বিদেশী ফুটবলারদের দিকে নাকি নজর রয়েছে এবারের সুপার কাপ জয়ীদের। এবার পড়শী ক্লাব মোহনবাগান নিয়েও উঠে আসলো নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, জামশেদপুর এফসির অন্যতম তরুণ প্রতিভা মহাম্মদ শানানের দিকে নাকি এবার নজর রয়েছে বাগান ম্যানেজমেন্টের। বলাবাহুল্য, এবারের এই ফুটবল মরশুমে বল‌ পায়ে গোল করার পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও রয়েছে এই ফুটবলারের। নতুন সিজনের জন্য নাকি এই তরুণ লেফট উইঙ্গারকে আনার কথা ভাবছে সবুজ-মেরুন শিবির। তবে আগামী ২০২৫ সালের মে মাস পর্যন্ত জামশেদপুর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার।

এজন্য তাকে পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা কিন্তু নিশ্চিত। পাশাপাশি এখনি তিনি নিজের পরিচিত ক্লাব ছেড়ে আদৌ তিনি মোহনবাগানের মতো হেভিওয়েট দলে আসতে চাইবেন কিনা সেটাও দেখার বিষয়।