Train Derailed: ছিটকে গেল ট্রেনের একের পর এক বগি, জখম বহু যাত্রী

রেল দুর্ঘটনার ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না দেশে।  সবরমতী-আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন-সহ চারটি বগি আজমেঢ়ের কাছে লাইনচ্যুত (Train Derailed) হয়। ঘটনাকে…

রেল দুর্ঘটনার ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না দেশে।  সবরমতী-আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন-সহ চারটি বগি আজমেঢ়ের কাছে লাইনচ্যুত (Train Derailed) হয়। ঘটনাকে ঘিরে নতুন করে দেশবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বলে জানিয়েছে রেল। 

রাজস্থানের আজমেঢ়ের মাদার রেলওয়ে স্টেশনের কাছে সবরমতী-আগ্রা সুপারফাস্ট ট্রেনের অন্তত চারটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রেনে বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ আজমেঢ় স্টেশনে একটি হেল্প ডেস্ক বসিয়েছে। ইতিমধ্যে রেলের তরফে হেল্পলাইন নম্বর ০১৪৫-২৪২৯৬৪২ জারি করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, “সাবরমতী থেকে আগ্রাগামী ১২৫৪৮ নম্বর ট্রেনটি আজ আজমেঢ়ের মাদারে হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের চারটি সাধারণ বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়।” তবে এতে কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে সিপিআরও। রেলের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। এই ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে যাঁরা সামান্য আহত হয়েছেন, তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। “