মোদী সরকার ৩.০: ঠাঁই হল ৭ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ইতিহাস ছুঁয়ে পেললেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতেই জহওহরলাল নেহেরুর রেকর্ড স্পর্শ করলেন নমো। তৃতীয় মোদী মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে দেশের…

Four former Chief Ministers got a place in the third Modi cabinet, মোদীর ক্যাবিনেটে ৪ প্রাক্তন মুখ্যমন্ত্রী

ইতিহাস ছুঁয়ে পেললেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতেই জহওহরলাল নেহেরুর রেকর্ড স্পর্শ করলেন নমো। তৃতীয় মোদী মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে দেশের ৭ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এক মধ্যে ৫ জন বিজেপির, অপরজন শরিক দলের।

নরেন্দ্র মোদী নিজেই দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরে ২০১৪ সালে তাঁকে প্রধানমন্ত্রী মুখ করেই লোকসভা ভোটে লড়াই করেছিল বিজেপি।

   

এছাড়াও এই নিয়ে তিনবারই মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিং। গত দু’বার মোদীর মন্ত্রিসভায় দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।

বিজেপি মহিলা বিরোধী! এবার আরও বেশি করে বলার সুযোগ তৃণমূলের, কেন?

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টরকেও এবার পূর্ণমন্ত্রী করা হেয়ছে।

এর আগে মোদী মন্ত্রিসভায় মাঝপথে জায়গা পেয়েছিলেন বিজেপির সর্বানন্দ সোনেওয়াল। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর জায়গায় হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রীকে করা হয়েছিল। তারপরই দ্বিতীয় মোদী সরকারে ঠাঁই পেয়েছিলেন তিনি। এবারও মন্ত্রী পদে শপথ নিলেন সোনেওয়াল।

টাকার অভাবে নির্বাচনে না দাঁড়িয়েও মন্ত্রী নির্মলা!

শপথগ্রহণ করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি ৬বারের সাংসদ। তাঁর নাম ঘোষণা হতেই তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ে রাষ্ট্রপতি ভবন। নরেন্দ্র মোদীর পরে সবথেকে বেশি হর্ষধ্বনি শোনা গিয়েছে তাঁর ক্ষেত্রেই।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এইচ ডি কুমারস্বামী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দৈবগৌড়ার পুত্র তিনি। জনদল সেকুলারের নেতা কুমারস্বামী এবার কর্ণাটকে এনডিএ-র শরিক হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাফল্য মিলসতেই ঠাঁই হল মোদী মন্ত্রিসভায়।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাংলার দুই সাংসদ সুকান্ত-শান্তনু

শপথ নিয়েছেন জিতান রাম মাঝিও। তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রতিষ্ঠাতা। জিতান রাম ২০১৪ সালের ২০ মে থেকে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

তৃতীয় মোদী মন্ত্রিসভায় ৭১ জন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে ৩০ জন ক্যাবিনিট মন্ত্রী। তবে দফতর বন্টন নিয়ে এখনও সরকারিভাবে চূড়ান্ত কিছু জানানো হয়নি।