Bengaluru FC: সুনীলদের দলে ফিরলেন ATK-তে খেলা ফুটবলার

Transfer Window: ভারসাম্য যুক্ত দল গঠন করছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব (Bengaluru FC)। আগে ক্লাবের হয়ে খেলা এক ফুটবলার ফের যোগ দিচ্ছেন সুনীল ছেত্রীদের সঙ্গে।

Shankar Sampingiraj

Transfer Window: ভারসাম্য যুক্ত দল গঠন করছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব (Bengaluru FC)। আগে ক্লাবের হয়ে খেলা এক ফুটবলার ফের যোগ দিচ্ছেন সুনীল ছেত্রীদের সঙ্গে। কলকাতার মাঠেও বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে।

Shankar Sampingiraj এর কথা মনে আছে কলকাতা ময়দানের? নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ভারতের যুব দলের হয়ে সিরিয়ার মতো টিমের বিরুদ্ধে খেলেছিলেন দারুণ ফুটবল। ক্লাব কেরিয়ারের শুরুর দিকটাও মন্দ ছিল না। কিন্তু নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারলেন না তিনি। পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে আবার যোগ দিয়েছেন Shankar Sampingiraj।

আরও পড়ুন: Bengaluru FC: দুই তারকা ফুটবলারকে সই করাল বেঙ্গালুরু এফ সি

Shankar Sampingiraj and Jessel Carneiro

শঙ্কর ভারতীয় ফুটবলের নামকরা একাধিক ক্লাবে খেলেছেন। এখন বয়স ২৮ বছর। হ্যাল, পৈলান অ্যারোজ থেকে উঠে আসা এই ফুটবলার ২০১৩-১৬ পর্যন্ত খেলেছিলেন বেঙ্গালুরু এফসিতে। মাঝ মাঠ এবং রক্ষণ, দুই বিভাগে খেলার ক্ষমতা রয়েছে তার। সেন্ট্রাল ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন Shankar Sampingiraj। কলকাতায় ATK দলের হয়ে খেলেছেন ২০১৭-১৮ মরসুমের।

আরও পড়ুন: Bengaluru FC: সাইমনের সহকারি হিসেবে বেঙ্গালুরুতে যাচ্ছেন এই ইস্টবেঙ্গল প্রাক্তনী

নতুন মরসুমের আগে শঙ্করকে দলে নেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। গত দুই মরসুমে রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে ভালো খেলেছিলেন তিনি। আই লীগ জয়ের পিছনে অবদান রেখেছিলেন Shankar Sampingiraj। আসন্ন ইন্ডিয়ান সুপার লীগের লীগে প্রাক্তন দলের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হল।