Bengaluru FC: সাইমনের সহকারি হিসেবে বেঙ্গালুরুতে যাচ্ছেন এই ইস্টবেঙ্গল প্রাক্তনী

আগত মরশুমের কথা মাথায় রেখে নিজেদের শক্তিশালী দল বানাতে চাইছে প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে গত মরশুমের শেষের দিক থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল বেঙ্গালুরু এফসি…

Renedy Singh

আগত মরশুমের কথা মাথায় রেখে নিজেদের শক্তিশালী দল বানাতে চাইছে প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে গত মরশুমের শেষের দিক থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ও এফসি গোয়ার মতো দল। পরবর্তীতে ঘর গোছানোর আসরে নামে কলকাতার দুই প্রধান সহ অন্যান্য ফুটবল ক্লাব। সময় যত এগিয়েছে একের পর এক দেশি – বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে পরবর্তীতে সই করিয়েছে আইএসএলের দলগুলো।

এমনকি শেষ বিশ্বকাপ খেলা অজি তারকা জেসন কামিন্সকে ও চূড়ান্ত করে ফেলেছে সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপারজায়ান্টস। এসবের মাঝেই গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী আগামী দুই মরশুমের জন্য লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব সামলাচ্ছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যিনি গত কয়েকবছর আগেই আইএসএল জিতিয়েছেন বেঙ্গালুরু দলকে।

এবার সেই বেঙ্গালুরু দলের সঙ্গেই যুক্ত হতে চলেছেন লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা তথা কোচ রেনেডি সিং (Renedy Singh)। হিরো ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার এই প্রধান যুক্ত হওয়ার পর গত ২০২১-২২ মরশুমে দলের অন্তবর্তীকালীন দায়িত্ব সামলে ছিলেন তিনি। বলাবাহুল্য, নড়বড়ে দল থাকা সত্ত্বেও সেবার শক্তিশালী মুম্বাই কে গোলশূন্য ব্যবধানে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। এমনি তার দায়িত্বে পরবর্তীতে একাধিক ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স করে লাল-হলুদ ব্রিগেড। তবে আসন্ন আইএসএল মরশুমে তার গন্তব্য হতে চলেছে বেঙ্গালুরু এফসি। দলের কোচ সাইমনের সহকারী হিসেবে এবার দায়িত্ব পালন করবেন রেনেডি।

তবে ইমামি ইস্টবেঙ্গল সহ আইএসএলের ক্লাবের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি তে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। কিন্তু তার আগে নিজের লাইসেন্স সংক্রান্ত বিষয়ের দিকে নজর রেখে টোকিও উড়ে যাবেন তিনি। ফিরে এসে সাইমনের সঙ্গে জোট বেঁধে দায়িত্ব সামলাবেন বেঙ্গালুরুর।