Mumbai City FC: এই তারকা ফুটবলারের সঙ্গে এবার চুক্তি বাড়াল মুম্বই

এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। সেইমতো নিজেদের উইশ লিস্ট বেছে ফুটবলারদের কাছে লোভনীয় প্রস্তাব পাঠাচ্ছে টুর্নামেন্টের দল গুলি। তবে…

Mumbai City FC

এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। সেইমতো নিজেদের উইশ লিস্ট বেছে ফুটবলারদের কাছে লোভনীয় প্রস্তাব পাঠাচ্ছে টুর্নামেন্টের দল গুলি। তবে আবার অনেকে চুক্তি বাড়াচ্ছে দলের পুরোনো ফুটবলারদের সঙ্গে। সেইদিক থেকে দেখতে হলে আইএসএলের অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির তুলনায় অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়েছে গতবারের লিগ শিল্ড জয়ী ফুটবল দল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)।

বর্তমানে যখন দলবদলের বাজারে যখন দাপিয়ে বেড়াচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস কিংবা ইমামি ইস্টবেঙ্গলের মতো দল। ঠিক সেই ভাবনা থেকে কিছুটা অন্যপথে গিয়ে নিজেদের পুরোনো দলকে ধরে রাখার পরিকল্পনা মুম্বাইয়ের। গত ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে মুম্বাই। টুর্নামেন্টের লিগশিল্ড জেতার দরুণ এফসি চ্যাম্পিয়ন লিগে সুযোগ করে নিয়েছে দল।

পাশাপাশি আইএসএলের সেমিফাইনালে ও যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছে তাদের। যদিও শেষ পর্যন্ত সাডেন ডেথে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হয়েছিল লাচেন পা দের। তবে তাদের পারফরম্যান্সে যথেষ্ট খুশি ম্যানেজমেন্ট। সেকারণে নিজেদের পুরোনো দলকে ধরে রেখেই পরবর্তীতে এগোনোর ভাবনা নিল সিটি গ্ৰপ।

সেকারনে গত কয়েকমাস আগেই দলের তারকা বিদেশি গ্ৰগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি বাড়িয়েছে দল। এই তারকা ফুটবলারের কাছে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নিয়েছেন তিনি। একইভাবে মুম্বাই তে থাকতে চলেছেন ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য গোলরক্ষক ফুর্বা লাচেনপা।

তবে সেখানেই শেষ নয়, গত মাসে সেই তালিকায় যুক্ত হয়েছিল রাহুল ভেকের নাম। এবার এই মাসের মাঝামাঝিতে এসে দুই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল মুম্বাই। একজন মেহতাব সিং ও অন্যজন আইয়ুষ চিকারা। গত ফুটবল মরশুমে দুজনের পারফরম্যান্স নিয়ে খুশি মুম্বাই কোচ। সেকারণে আগামী ৩ মরশুমের জন্য এই দুই তারকা কে রাখার সিদ্ধান্ত নেওয়া হল ম্যানেজমেন্টের তরফে।