প্রকাশিত হয়েছে আসন্ন মরসুমের সবুজ মেরুন জার্সি (Mohun Bagan SG’s New Jersey)। বিগত কয়েক মরসুমের মতো সবুজ মেরুন এবং সাদা স্ট্রাইপ জার্সি না করে অন্য কনসেপ্টের জার্সি। জার্সি অর্ধেক সবুজ, অর্ধেক মেরুন, দুই দিক দিকে নেমেছে সাদা স্ট্রাইপ। মোহন বাগান সুপার জায়ান্টের নতুন জার্সি সুন্দর না অসুন্দর সে বিষয়ে আলোচনা চলছে। এরই মধ্যে ক্লাবের অফিসিয়াল পেজের পোস্টে একজন কমেন্ট করলেন, ‘ বোকা বানানো হল !’
আরও পড়ুন: Mohun Bagan SG: বাগানের নতুন জার্সি আত্মপ্রকাশ করে চ্যালেঞ্জ সঞ্জীব গোয়েঙ্কার
চলতি বছরের ২০ জুন, বেলা ১২ টা বেজে ৩৬ মিনিটে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে। নতুন জার্সির ডিজাইনের ব্যাপারে আহ্বান জানানো হয়েছিল ক্লাবের অনুগামীদের। ক্লাবকে ট্যাগ করে নিজেদের ডিজাইন করা জার্সির ভাবনা জমা দেওয়ার কথা জানানো হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। বাগানের এই উদ্যোগে বেশ খুশি হয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা।
It’s OUR JERSEY! And we design it TOGETHER!
Submit your designs by tagging us and using the hashtag #MBSGJERSEY!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/1HmutyIr36
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 20, 2023
২৫ জুলাই নতুন জার্সি প্রকাশ করা হয়েছে। মাঝখানে সঞ্জীব গোয়েঙ্কা, একদিকে অনিরুদ্ধ থাপা এবং অন্য দিকে জেসন কমিংসকে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। নতুন জার্সির ডিজাইন কারও ভালো লেগেছে, কারও ভালো লাগেনি। জার্সি নিয়ে মান অভিমান নতুন কিছু না। কিন্তু সমর্থকদের বোকা বানিয়ে জার্সি উন্মোচন! এই অভিযোগ খুব একটা শোনা যায় না।
So "Design your own jersey and send us" was a fluke!!
If it was already decided then why make such a fuss??
It looks like LSG copy paste just in Green & Maroon.Some amazing designs were submitted though.
Kinda disappointed.— Azu🎗️ (@azgubii) July 25, 2023
প্রিয় ক্লাবের প্রতি ক্ষোভ প্রকাশ করে কেউ আবার বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল লখনৌ সুপার জায়ান্টের জার্সির রঙ বদলে সবুজ মেরুন করা হয়েছে স্রেফ। সবাই অবশ্য এমনটা বলছেন না। কারও মতে এই জার্সি সত্যি অভিনব, রয়েছে মোহনবাগান ক্লাবের ঐতিহ্যের ছোঁয়া।