ওডিশা ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী মিকেল স্ট্যাহরে‌

বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের (ISL 2024) চতুর্থ ম্যাচ খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হবে সার্জিও লোবেরার ওডিশা এফসি। গত মাসেই তাঁরা…

Mikael Stahre

বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের (ISL 2024) চতুর্থ ম্যাচ খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হবে সার্জিও লোবেরার ওডিশা এফসি। গত মাসেই তাঁরা পরাজিত করেছে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে। সেই ধারা বজায় রেখেই নিজেদের ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে হুগো বুমোসদের। তবে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন তিনি। অপরদিকে প্রতিপক্ষকে সমীহ করেই জয় পেতে চাইছেন মিকেল স্ট্যাহরে‌ (Mikael Stahre)।

আরও পড়ুন: ‘সুব্রত’ মন্ত্রেই বাংলার সাফল্য পেতে আশাবাদী সঞ্জয় 

   

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, “আমাদের দলের ফুটবলারদের শক্তিশালী দিক গুলিতে ভালো করে নজর দিতে হবে। একইভাবে প্রতিপক্ষের দুর্বল দিক গুলিকে কাজে লাগাতে হবে।” তবে এখানেই শেষ নয় প্রতিনিয়ত দল যে অনেকটাই উন্নতি করছে সেটাও তুলে ধরেন এই সুইডিশ কোচ। সেই প্রসঙ্গে তিনি বলেন , “দলের ফুটবলারদের উন্নতিতে আমি যথেষ্ট খুশি। আমি মনে করি সময়ের সাথে সাথে আমরা সঠিক পথেই এগোচ্ছি। সমর্থকরা আশা করি অনুভব করতে পারবেন যে ডুরান্ড কাপের হতাশা ভুলে আমাদের দল আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে।”

আরও পড়ুন: স্টেডিয়াম বিতর্কে ভারতের পর এবার বিদ্ধ ওয়েস্ট ইন্ডিজ 

তবে গত সেপ্টেম্বরের শেষেই অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের সাথে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। একটা সময় ম্যাচে পিছিয়ে থাকতে হলেও শেষ লগ্নে নোয়া সাদাউয়ের দৌলতে সমতায় ফিরেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তাঁর পরেও একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও সেটা কাজে লাগাতে পারেননি দক্ষিণের এই ফুটবল দল। যা কিছুটা হলেও হতাশ করেছিল সকলকে।

আরও পড়ুন: বাদ পরেই ইরানিতে দ্বিশতরান সফররাজের, ছাপিয়ে গেলেন রাহানেকেও

এই পরিস্থিতি থেকে দলকে জয়ে ফেরানোই অন্যতম লক্ষ্য আদ্রিয়ান লুনা থেকে শুরু করে কোয়ামি পেপরাদের। তবে দিয়াগো মাউরিসিও থেকে শুরু করে হুগো বুমোসদের আটকানো যে সহজ নয় সেটা ভালো মতোই জানেন কোচ। সেইমতো দলের রক্ষণভাগ মজবুত করাই অন্যতম লক্ষ্য থাকবে স্ট্যাহরের।