ATK Mohun Bagan: মারাত্মক চাপের মুখে এটিকে মোহনবাগান

বিতর্ক যেন কিছুতেই পিছন ছাড়তে চাইছেনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। সদ‍্য ঘরের মাঠে আইএসএলের ম‍্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গেছিলো এটিকে মোহনবাগান।

ATK Mohun Bagan

বিতর্ক যেন কিছুতেই পিছন ছাড়তে চাইছেনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। সদ‍্য ঘরের মাঠে আইএসএলের ম‍্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গেছিলো এটিকে মোহনবাগান। সেই হারের ক্ষত এখনও অবধি মেটেনি সবুজ মেরুন শিবিরের।দল গড়তে বিস্তর টাকা পয়সা খরচ করেছিলো এটিকে মোহনবাগান,আনা হয়েছিল প্রচুর নামি দামি দেশি – বিদেশি ফুটবলার। তবুও তা সত্বেও এই মরশুমে কোথাও যেনো প্রত‍্যাশা মাফিক ফলাফল দিতে ব্যর্থ হলো সবুজ মেরুন শিবির।

আইএসএল প্রায় শেষের মুখে। ইতিমধ্যে লিগ শিল্ড উইনার হয়ে গেছে মুম্বাই সিটি এফসি।লিগের দুই নম্বর স্থান পাকা করে নিয়েছে হায়দ্রাবাদ।অর্থাৎ লিগ টেবিলের প্রথম দুই স্থান দখল করে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসি। এবার বাকি আছে চারটে স্থান। সেই চারটি স্থান দখল করা নিয়ে এখন জোর লড়াই জারি বাকি দল গুলোর মধ্যে।

বেঙ্গালুরু এফসির কাছে হারের পর এটিকে মোহনবাগান দল ১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে আছে।সোমবার ওড়িশা এফসি এবং এফসি গোয়ার ম‍্যাচ ড্র হয়েছে। যার ফলে দুই দল এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। এর ফলে ২৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের বিচারে এটিকে মোহনবাগানকে টপকে চার নম্বর স্থান দখল করলো এফসি গোয়া।

নিঃসন্দেহে বিষয়টি চাপে ফেললাম এটিকে মোহনবাগান দলকে। কারণ পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা দেখে একটি বিষয় স্পষ্ট যে কোনও দল পয়েন্ট নষ্ট করলেই তাদের প্রথম ছয়ে জায়গা নিশ্চিত করাটাই কঠিন হয়ে যাবে এখন। এর ফলে লিগের বাকি ম‍্যাচ গুলোতে জিততে না পারলে এটিকে মোহনবাগানের পক্ষে লিগ টেবিলে সন্মানজনক স্থানে শেষ করা মুস্কিল।